লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্কটা হৃদয়ের। একদিন দুদিন নয়, ২১ বছরের বন্ধন। কিন্তু সেটিই শেষ হয়ে গেল। কাতালান ক্লাবটি ছেড়ে দিল মেসিকে। আর্জেন্টাইন এই মহাতারকার এমন বিচ্ছেদের হতাশ ভক্তরা। যে তালিকায় আছেন খোদ বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমও।
তারও যে প্রিয় ফুটবলার মেসি। তাইতো প্রিয় তারকা বার্সা বিচ্ছেদে কষ্ট পেয়েছেন মুশফিক। ফেসবুকে জানিয়েছেন নিজের কষ্টের কথা জানিয়েছেন জাতীয় দলের এই মহাতারকা। মেসির বিদায়ের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন মুশি।
যেখানে মুশফিক লিখেছেন, ‘মেসিকে বার্সেলোনা ছাড়তে দেখাটা কঠিন। তিনি আমার প্রিয় খেলোয়াড়, আর আমাকে বিশাল বড় বার্সেলোনা ভক্ত বানিয়ে দেওয়ার বড় কারণ। আমি জানি না কার জন্য এখন বার্সেলোনার খেলা দেখব। আপনার জন্য শুভকামনা থাকল জাদুকর।’
স্প্যানিশ লা লিগার বেধে দেওয়া নিয়মের কারণেই বার্সেলোনায় থাকতে পারেন নি মেসি। অথচ চুক্তির জন্য রাজি ছিল দুই পক্ষ। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় লা লিগার অবকাঠামোগত বাধ্যবাধকতা। মেসি বার্সেলোনার হয়ে তার ক্যারিয়ারে জিতেছেন ১১ লা লিগা, ৮ স্প্যানিশ সুপার কাপ, ৬ কোপা দেলরে ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ। ২০০৪ সাল থেকে ২০২১ অব্দি খেলে করেছেন ৭০৯ গোল। ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। সর্বকালেরও সেরাও!
তাইতো বিদায়ের ঘোষণা দিয়ে মেসি বলেন, ‘আমি এখানে ফিরে আসব। এটা আমার বাড়ি। আমার ঘর। আমি বার্সেলোনায় থাকতে চেয়েছি। এটাই আমার পরিকল্পনা ছিল। আজ আমি বিদায় বলতে চাই যেখানে পুরো জীবনটা কাটিয়েছি।’
Discussion about this post