উৎসবের মঞ্চটা তৈরিই ছিল। ড্র হলেই ধরা দিতো শিরোপা। কিন্তু লিওনেল মেসি ম্যাজিকে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে জয় দিয়েই উৎসবটা রঙীন করে রাখল বার্সেলোনা। প্রথমার্ধে করলেন একটি গোল। পরের অর্ধে আরও দুটি। হ্যাটট্রিক করে এ আর্জেন্টাইন ফরোয়ার্ড এক মৌসুম পর বার্সেলোনাকে এনে দিলেন শিরোপা। লা লিগার ইতিহাসে ২৫বার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি দেখাল কাতালানরা।
চলতি মৌসুমে কোপা ডেল রের জিতেছে বার্সেলোনা। এবার দেপোর্তিভো লা করুনার মাঠে বার্সা ৪-২ গোলের জয়ে আরেকটি ট্রফি পেল। সব মিলিয়ে ৩৩টি শিরোপা নিয়ে কাতালান দলটির ওপরে আছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা শিরোপা নিশ্চিত করল ৪ ম্যাচ হাতে রেখে। লা লিগার শিরোপা নিশ্চিত করতে এবার ২৬ ম্যাচ জিতেছে বার্সেলোনা।
এদিকে লা লিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৭ মৌসুমে ৩০ বা তার বেশি গোল করার রেকর্ড গড়লেন মেসি। ২০০৯-১০ মৌসুমে প্রথমবার লিগে ৩০ গোল করেন তিনি। ২০১১-১২ মৌসুমে লিগে ৫০ গোল করে চমকে দিয়েছিলেন মেসি। পরের মৌসুমে করেন ৪৬টি।
চলতি মৌসুমে এপর্যন্ত লিগে মেসির মোট গোল ৩২টি।
Discussion about this post