দক্ষিণ আফ্রিকায় টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে সোমবার দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার আগে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির অধীনে প্রস্তুতি শুরুর ১০ দিন আগে তাদের দক্ষিণ আফ্রিকায় পাঠাচ্ছে। নিজেদের খরচে অনুশীলনের পাশাপাশি ম্যাচ আয়োজন করছে বিসিবি।
এবারের বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে। এই লড়াইয়ের আগে ৪টি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবেন ক্রিকেটাররা। দুটি নিজেদের, দুটি আইসিসির আয়োজনে।
বিশ্বকাপে নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বেই খেলবে বাংলাদেশ দল। ঘোষিত দলে রয়েছেন চারজন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা ক্রিকেটার। তার হলেন- মারুফা আক্তার, দিশা বিশ্বাস, স্বর্না আক্তার, দিলারা আক্তার।
দক্ষিণ আফ্রিকায় চলমান নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ব্যাটিংয়ের পুরস্কার পেলেন স্বর্ণা আক্তার। একই দেশে অনুষ্ঠেয় বড়দের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে রাখা হয়েছে তাকে। টুর্নামেন্টের জন্য শনিবার ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। দলে ফিরলেন কিপার-ব্যাটার শামিমা সুলতানা ও পেস বোলিং অলরাউন্ডার সোবহানা মুস্তারি।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল থেকে বড়দের আসরের দলে স্বর্ণার সঙ্গে আরও থাকছেন দিশা বিশ্বাস, দিলারা আক্তার ও মারুফা আক্তার।
বিশ্বকাপে অংশ নিতে আগামী সোমবার কেপ টাউনের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া, ১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই বাংলাদেশের।
বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দল
নিগার সুলতানা (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামিমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস, সোবহানা মুস্তারি।
স্ট্যান্ড বাই: রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা।
Discussion about this post