মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ যেন হয়ে উঠেছে ধৈর্যের পরীক্ষা। ম্যাচ চলছে ঠিকই, তবে স্কোরবোর্ডের চেয়ে বেশি গতি দেখা যাচ্ছে আবহাওয়ার রিপোর্টে। মেঘ, আলোকস্বল্পতা আর বৃষ্টির কবলে পড়ে ম্যাচ এখন ড্রয়ের অতলেই ডুবে যেতে বসেছে।
বাংলাদেশ ‘এ’ দল প্রথম ইনিংসে তোলে ৩৫৭ রান। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় আজ শুক্রবার তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ড ‘এ’ দল তুলেছে ৪ উইকেটে ২৭৭ রান। ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল নাম নিক কেলি, যিনি ৮৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। তাঁর সঙ্গে ক্রিজে ছিলেন ম্যাট বয়েল, ৪৪ রানে।
দিনের শুরুটা হয়েছিল কিউই ব্যাটার জো কার্টারের অর্ধশতকে। তবে সাইফ হাসানের ঘূর্ণিতে ৬২ রানে বিদায় নেন তিনি। এরপর খালেদ আহমেদ নিয়ে আসেন ঘূর্ণি না, গতির ঝড়। নিজের স্পেলে তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট-কার্টিস হেফি (৭১) ও ডেল ফিলিপস (০)। বাকি বোলারদের কার্যকারিতা ছিল সীমিত। খালেদ ৩ উইকেট নিয়ে একাই দলকে টেনে নিয়ে চলেছেন।
ইনিংস শেষ না হতেই চতুর্থ দিনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ম্যাচটি এখন সম্ভাব্য ফলাফলের দিক থেকে শুধুই একমাত্র দিকে এগোচ্ছে-ড্র। ম্যাচের চতুর্থ ও শেষ দিন শনিবার শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৫ মিনিটে।
Discussion about this post