ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শিষ্যদের নিয়ে খুব বেশি কাজ করার সুযোগ পাননি তিনি। করোভাইরাস অনেকটা সময় কেড়ে নিয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে শিষ্যদের সাফল্যে খুশি বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন।
বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় মুস্তাফিজুর রহমান-হাসান মাহমুদের প্রশংসায় মেতে উঠলেন গিবসন। চলুন দেখে নেই টাইগারদের এই ক্যারিবিয়ান কোচ কী বললেন-
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শুরুর ম্যাচে উইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। পেসারদের পারফরম্যান্স প্রসঙ্গে
এটি একটি ভালো দলগত পারফরমেন্স ছিল। কন্ডিশন আদর্শ ছিল না, পিচে টার্ন ছিল। কিন্তু আমাদের দলে সব দিক দিয়েই পরিপূর্ণ ছিল। সাকিব এবং মেহেদিকে নিয়ে স্পিন আক্রমণ এবং অবশ্যই পেসাররা। আমার মনে হয় পেসাররা ফিজ এবং রুবেল শুরুতে খুবই ভালো বোলিং করেছে। এবং হাসান মাহমুদের দারুণ অভিষেক হয়েছে। সব কিছু মিলিয়ে আদর্শ পারফরমেন্স ছিল না কিন্তু জয়টি সিরিজ শুরু করার একটি ভালো উপায় ছিল।
হাসান মাহমুদ অভিষেকেই তুলে নিয়েছেন ৩ উইকেট। দুর্দান্ত বল করেছেন। তার পারফরম্যান্স প্রসঙ্গে
না সে (হাসান) আমাকে একদমই অবাক করেনি, এজন্যই তাকে একাদশে রাখা হয়েছিল। কারণ আমরা তার উন্নতি দেখেছি। সে প্রায় গত ১২ মাস ধরেই আমাদের সাথে আছে। সে গত বছরের শুরুতে পাকিস্তানে ছিল। সে আমাদের সাথে আছে বেশ কিছু দিন হয়েছে এবং আমরা তার ভালোভাবেই উন্নতি হতে দেখেছি। সুতরাং এটি ভালো ছিল যে সে তার সুযোগ পেয়েছে এবং অভিষেকেই তিন উইকেট তার পরিশ্রমের জন্য ভালো পুরষ্কার।
অনেক পরিশ্রম করেছে। তার সাথে কাজ করার অভিজ্ঞতাও বেশ ভালো। তার সাথে কাজ করা আনন্দদায়ক। আমরা চেষ্টা করছি বল ভেতরে আনার, আমরা অনেক কিছু নিয়েই কাজ করেছি তার কবজির পজিশন নিয়ে। সে ইতিমধ্যে প্রমাণ করেছে যে সে তার কবজির পজিশন ঠিক জায়গায় আনলে বল ভেতরের দিকে সুইং করাতে পারে। আশা করছি সে এখান থেকে আরও ভালো করবে এবং সামনের ম্যাচ গুলোয় আপনারা আরও বল ভেতরের দিকে সুইং করতে দেখবেন।
ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্সকে নিয়ে…
ফিল সিমন্স খুবই ভালো একজন কোচ। সুতরাং তাকে এই খেলোয়াড়দের সাথে যথেষ্ট সময় দেয়া হলে সে তার অভিজ্ঞ অনেক খেলোয়াড়কে মিস করছে এবং এটি তরুণ খেলোয়াড়দের জন্য এটি একটি সুযোগ। আমার মনে হয় ছয় জনের অভিষেক হয়েছে সেদিন। সুতরাং এটি অবশ্যই অভিষিক্তদের জন্য কঠিন হবে এখানকার কন্ডিশনে। কিন্তু একটি দল গঠন করতে সময় লাগে। কিন্তু আশা করছি এই খেলোয়াড়রা তাদের সুযোগ কাজে লাগাবে কারণ যদি সবাই এই সিরিজে আসতো তাহলে তাদের কেউ কেউ এখানে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পেতো না।
Discussion about this post