আইপিএলে খেলার জন্য অবশেষে অনুমতি পেলেন মুস্তাফিজুর রহমান। জাতীয় দলের এই বাঁহাতি পেসার ১৮ থেকে ২৪ মে পর্যন্ত অংশ নিতে পারবেন আইপিএলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক বিবৃতিতে এই অনাপত্তিপত্র (এনওসি) প্রদানের কথা জানিয়েছে।
ভারত যাওয়ার আগে জাতীয় দলের হয়েও মুস্তাফিজ খেলবেন একটি ম্যাচ। ১৭ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবেন তিনি। এরপরই যাবেন ভারতে। সিরিজের দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজকে পাচ্ছে না বাংলাদেশ।
বিসিবি’র বিবৃতিতে বলা হয়, ‘বিসিবি ক্রিকেট অপারেশন্সের সিদ্ধান্ত মতে- জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার জন্য আগামী ১৮-২৪ মে পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।’
মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি ১৪ মে নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের মাঝপথে তাকে দলে ভেড়ালেও খেলা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল এনওসি না পাওয়ায়। অবশেষে সেই জটিলতা কাটিয়ে দিল্লির জার্সি গায়ে দেখা যাবে মুস্তাফিজকে।
এখন আইপিএলে দিল্লি রয়েছে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে। শেষ তিন ম্যাচ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ-গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচগুলোতে জিতলেই প্লে-অফের সম্ভাবনা উজ্জ্বল হবে।
Discussion about this post