বাংলাদেশ ক্রিকেটে নতুন সেনসেশন শরিফুলই ইসলাম। বল হাতে দাপট দেখাতে শুরু করেছেন তিনি। তার কাছে আদর্শ দলের সিনিয়র মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের কাছ থেকে তরুণরা শিখছেন অনেক কিছু। সেটি জানালেন জাতীয় দলের তরুণ সদস্য শরিফুল ইসলাম।
শনিবার হারারে থেকে পাঠানানো এক ভিডিও বার্তায় শরিফুল যা বললেন তুলে ধরা হলো এখানে-
ওটিস গিবসনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে…
আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে ভালো যাচ্ছে। এখানে আসার পরে শুরুতে লাল বলে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। যখন টেস্ট খেলা শুরু হয়ে গেছে তখন সাদা বলে অনুশীলন শুরু করেছি প্রথম দিন থেকে। প্রথমে ওডিআইয়ের জন্য প্রস্তুতি নিয়েছি। ওটিস গিবসনের সঙ্গে অনেক কাজ করেছি। সে আমাকে অনেক ভালো ভালো পরামর্শ দিয়েছে। ব্যাটসম্যানকে কীভাবে রিড করতে হয়। তারপর নতুন বলে ও পুরাতন বলে সবকিছু প্র্যাক্টিস করছি। সেগুলো ম্যাচে প্রয়োগ করার পর ভালো ফল আসছে।
শামীম পাটোয়ারীরর অভিষেক নিয়ে…
শামীম ভাইয়ের অভিষেক নিয়ে যদি বলি- আমি ওর সঙ্গে দুই বছর ধরে খেলছি। ও খুব ভালো ফিল্ডার, পাওয়ার হিটার খুব ভালো ব্যাটসম্যান। আর আমরা দুইজন যাইবো জাতীয় দলে অনেক দিন সার্ভিস দিয়ে যেন বাংলাদেশ ক্রিকেটকে ভালো কিছু দিতে পারি।
মুস্তাফিজুর রহমান প্রসঙ্গে….
মুস্তাফিজ ভাইয়ের কথা বলেন। উনি এখন একটু ইনজুরড। উনি না থাকাতে টিমে একটু প্রেশার আছে। সেটা আমি চেষ্টা করতেছি যাতে না থাকে। আর সবসময় মুস্তাফিজ ভাই আমাকে বলেন ম্যাচের পর বলেন যদি কোনো বাজে বল করি। পরে বলেন যে এগুলো না করলে ভালো হয়। অনুশীলনে কোনো ভুল হলে উনি কোচের মতোই অনেকটা শিখিয়ে দেন।
ঈদ করতে হলো দেশের বাইরে, জিম্বাবুয়েতে। পরিবার থেকে দূরে থাকা নিয়ে….
যখন ছোট ছিলাম। ক্লাস থ্রি-ফোরে পড়তাম। তখন সবার খেলা দেখছি। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ ভাই। সবার খেলা দেখছি। এখন তাদের সঙ্গে খেলতেছি এটা একটা স্বপ্ন। তাদের সঙ্গে এখন আল্লাহর রহমতে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। সবাই আমরা একটা ফ্যামিলির মতো হয়ে আছি। মনে হয় না যে ফ্যামিলির বাইরে আছি।
Discussion about this post