বাংলাদেশ সফরে থাকা নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডে বড় পরিবর্তন এনেছে নির্বাচক প্যানেল। প্রাথমিকভাবে মুস্তাফিজুর রহমানকে ওয়ানডে দলে রাখলেও শেষ মুহূর্তে তাকে বাদ দেওয়া হয়েছে এবং তার জায়গায় ডানহাতি পেসার খালেদ আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, শুরুতে মুস্তাফিজকে দলে নেওয়া হয়েছিল কারণ তিনি কিছুদিন খেলার বাইরে ছিলেন এবং ম্যাচ অনুশীলনের প্রয়োজন ছিল। কিন্তু পরে ঢাকা প্রিমিয়ার লিগে মুস্তাফিজ কয়েকটি ম্যাচে অংশ নেন ও বেশ ভালো বোলিং করেন। এর পরিপ্রেক্ষিতে নির্বাচকরা মনে করেন, তার যথেষ্ট ম্যাচ ফিটনেস হয়ে গেছে এবং অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত।
লিপু বলেন, ‘এমন নয় যে অভিজ্ঞ কেউ ‘এ’ দলে খেলতে পারে না। পরিস্থিতি ও চাহিদা অনুযায়ী তা নির্ধারিত হয়। যেমন পাকিস্তান সফরের আগে মুশফিক বা মুমিনুলও ‘এ’ দলে খেলেছিলেন প্রস্তুতির জন্য।’
মুস্তাফিজের জায়গায় দলে আসা খালেদ আহমেদ টেস্ট দলে থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলেননি। সেই কারণেই তাকে ‘এ’ দলে খেলার সুযোগ দেওয়া হয়েছে। নির্বাচকরা জানান, যদি খালেদ টেস্টে খেলতেন, তাহলে হয়তো অন্য কাউকে নেওয়া হতো।
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৫, ৭ ও ১০ মে-প্রথম দুটি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এবং শেষটি সিলেট আউটার গ্রাউন্ডে। এরপর ১৪ মে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২১ মে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
Discussion about this post