ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভিন্ন এক অভিজ্ঞতা হল মুস্তাফিজুর রহমানের। গতবার বল হাতে ম্যাজিক দেখিয়ে গেছেন কাটার মাস্টার। কিন্তু এবার প্রথম ম্যাচেই সুপার ফ্লপ! ২.৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেট পেলেন না। তার বল অনায়াসে খেলল প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। সানরাইজার্স হায়দরাবাদও জয়ের দেখা পেল না। বুধবার রাতে মুস্তাফিজের দলকে ৪ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে।
দ্য ফিজের এবার অভিষেক হয়ে গেলেও সাকিব আল হাসান এখনো মাঠে নামতে পারেন নি। প্রথম দুটি ম্যাচে দর্শক হয়েই থাকতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সের এই টাইগার অলরাউন্ডারকে। বৃহস্পতিবার মনে হচ্ছে সেই অপেক্ষা শেষ হচ্ছে তার।
জানা গেল আইপিএলের দশম আসরে আজ নিজের প্রথম ম্যাচ খেলবেন সাকিব আল হাসান। তার দল কলকাতা নাইট রাইডার্স লড়বে কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।
ইনজুরির কারণে অস্ট্রেলিয়ান ক্রিকেটার’ ক্রিস লিন না থাকায় দরজা খুলছে সাকিবের। এমনিতে সাকিব বরাবরই আইপিএলে সফল। তবে তাইতো তাকে রেখে দেয় শাহরুখ খানের দল। সুযোগ পেলে নিশ্চয়ই নিজেকে উজাড় করে দেবেন তিনি।
Discussion about this post