বাংলাদেশের ক্রিকেটে এখন সুসময়। শ্রীলঙ্কা সিরিজের পর পাকিস্তানের বিপক্ষেও দাপুটে পারফরম্যান্স দেখিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। মাঠের সেই সফলতা এবার প্রতিফলিত হয়েছে আইসিসির হালনাগাদ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও।
টি-টোয়েন্টি ফরম্যাটে আবারও নিজের রাজত্ব ঘোষণা করলেন মুস্তাফিজুর রহমান। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে কেবল ৩ উইকেটই নয়, ছিলেন আঁটসাঁট ও নিয়ন্ত্রিত। এর পুরস্কারস্বরূপ ১৭ ধাপ এগিয়ে তিনি এখন বোলারদের র্যাঙ্কিংয়ে নবম স্থানে। ভারতের আর্শদীপ সিংয়ের সঙ্গে তার রেটিং পয়েন্ট সমান-৬৫৩। ২০২১ সালের অক্টোবরের পর প্রথমবারের মতো মুস্তাফিজ ফিরলেন শীর্ষ দশে।
মুস্তাফিজের পাশাপাশি বাংলাদেশি বোলারদের মধ্যে আরও বেশ ক’জন উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন। সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান ৯ ধাপ এগিয়ে এখন ১৬তম। তানজিম হাসান হয়েছেন ৩৮তম, আর শরীফুল ইসলাম ১৪ ধাপ লাফ দিয়ে উঠে এসেছেন ৪৩তম স্থানে। যদিও রিশাদ হোসেন তিন ধাপ পিছিয়ে এখন ২০তম, তবে তিনি এখনো শীর্ষ বিশের মধ্যেই আছেন।
ব্যাটিংয়ে বাংলাদেশি তরুণদের অগ্রগতি যেন ভবিষ্যতের বার্তা দিয়ে রাখছে। তানজিদ হাসান তামিম এক লাফে ১৮ ধাপ এগিয়ে এখন ৩৭তম স্থানে, দেশের মধ্যে সবচেয়ে ওপরে থাকা ব্যাটার তিনিই। দ্বিতীয় টি-টোয়েন্টির নায়ক জাকের আলী অনিক ১৭ ধাপ এগিয়ে পৌঁছেছেন যৌথভাবে ৫৩তম স্থানে। তাওহিদ হৃদয় আছেন ৩৯তম আর পারভেজ হোসেন ইমন ২২ ধাপ এগিয়ে উঠেছেন ৬৩ নম্বরে।
শেখ মেহেদী হাসান শুধু বলেই নন, ব্যাটেও অবদান রাখছেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৩ রানের ইনিংস ও ২ উইকেট নেওয়ার সুবাদে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ উন্নতি করে এখন অবস্থান করছেন ৩৫ নম্বরে। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ তিন ধাপ পিছিয়ে ৪১তম এবং রিশাদ হোসেন এক ধাপ পিছিয়ে ৫৪তম। তানজিম হাসান এগিয়ে ৮১তম স্থানে।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত টি-টোয়েন্টি ব্যাটসম্যান ও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষ বিশে কেউ নেই। তবে বোলারদের র্যাঙ্কিংয়ে তিনজন রয়েছেন শীর্ষ বিশের মধ্যে—মুস্তাফিজ (৯), মেহেদী (১৬) এবং রিশাদ (২০)।
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি, দ্বিতীয় ইংল্যান্ডের আদিল রশিদ, আর তৃতীয় ভারতের বরুণ চক্রবর্তী। অন্যদিকে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, আর অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া, দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ।
Discussion about this post