মুস্তাফিজ ভক্তদের জন্য আরো সুখবর। দ্রুত ফিটনেস ফিরে পাওয়ার পথে আছেন এই তারকা পেসার। কাঁধের সফল অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়া চলছে তার। মঙ্গলবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মুস্তাফিজুর রহমানের অস্ত্রোপচার পরবর্তী অবস্থা বুঝতে এমআরআই করানো হয়। রিপোর্ট হাতে পেলেই এনিয়ে কথা বলবেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
জানা গেছে মঙ্গলবার বোলিং কোচ কোর্টনি ওয়ালশের অধীনে মিরপুরের একাডেমি মাঠে নেটে বল করেন মুস্তাফিজ। তখন বেশ সাবলীল মনে হয়েছে তাকে।
কাটার মাস্টারকে নিয়ে ওয়ালশ বলছিলেন, ‘মুস্তাফিজের দ্রুত উন্নতি দেখে ভাল লাগছে। নিউজিল্যান্ড যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় যে ক্যাম্প হবে সেখানে মুস্তাফিজ থাকবে। সেখানে ওর পুনর্বাসন প্রক্রিয়া চলবে। ওর অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে আরও উন্নতি হবে। আশা করি নিউজিল্যান্ড সিরিজে মুস্তাফিজকে আমরা পাবো।’
কাটার মাস্টার এখন মাঠের বাইরে। কাঁধের চোটের কারণে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন মুস্তাফিজ। ১১ আগষ্ট অস্ত্রোপচারের পর এখন পুনর্বাসন প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিক থাকলে ৫ মাসের মাথায় ক্রিকেটে ফেরার কথা তার। এর আগে পুনর্বাসনের প্রাথমিক ধাপ শেষে ‘দ্য ফিজ’ দেশে ফেরেন গত ২২ আগস্ট।
Discussion about this post