অপেক্ষার প্রহর ফুরিয়ে এসেছে। আসছে ৭ এপ্রিল শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) যেখানে বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে এবারো দেখা যাবে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানকে। এরমধ্যে নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৯ এপ্রিল মাঠে নামবে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ।এ অবস্থায় টিমমেটদের সঙ্গে যোগ দিতে সোমবার বিকেলে ভারত যাচ্ছেন সাকিব।
জানা গেছে, সোমবার বিকেল বিকেল সাড়ে ৫টায় জেট এয়ারওয়েজের এক ফ্লাইটে স্বপরিবারে কলকাতা যাবেন সাকিব। সেখান থেকেই হায়দরাবাদের বিমানে উঠবেন টাইগারদের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক।
এবার নতুন দল পাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। দীর্ঘ ৭ বছর কলকাতার জার্সিতে খেলা সাকিব এবার দুই কোটি রুপিতে যোগ দিলেন সানরাইজার্স হায়দরাবাদে। তারও আগে এই দলে খেলেছেন মুস্তাফিজ। এবার দ্য ফিজ খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সে। কাটার মাস্টার এরইমধ্যে যোগ দিয়েছেন দলের সঙ্গে।
Discussion about this post