পুরো ব্যাপারটি এখনো রহস্যে মোড়া। মুস্তাফিজুর রহমান কি বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যেতে পারবেন? এই প্রশ্নের উত্তর মিলছে না। কাটার মাস্টার- অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে টাইগারদের সঙ্গে থাকতে পারবে কীনা তা নিয়ে তা পরিস্কার জানা যাচ্ছে না। ফিট হয়ে ফেরার প্রত্যাশা নিয়ে মুস্তাফিজকে নিউজিল্যান্ড সফরের প্রাথমিক দলে রাখা হয়েছে। যদিও গত সপ্তাহে বাংলাদেশ দলের ফিজিও ডিন কনওয়ে শঙ্কার কথা শুনিয়েছিলেন।
রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী। বলছিলেন, ‘একাডেমি মাঠে রোববার অনুশীলন সেশনে মুস্তাফিজ ও এবাদত হোসেন বোলিং সামর্থ্যের ৮০-৯০ দিয়ে বল করেছে। সেটি ট্রেনারদের খুব খুশি হওয়ার মত খবর। এ পর্যায়ে এই শক্তিতে বোলিং করতে পারাটা দু’জনের ফিটনেস ফিরে পাওয়ার কথাই বলে দেয়।’
মুস্তাফিজ এবং এবাদত এই দুই পেসার দুই স্পেলে বোলিং করতে পেরেছেন। তাইতো আশাবাদী দেবাশিষ জানান, ‘তারা দুই স্পেলেই কোনো সমস্যার মুখোমুখি না হয়ে ৮০-৯০ ভাগ সামর্থ্য দিয়ে বোলিং করেছে। এর মানে দুই বোলার ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে।’
যদিও দেবাশিষ জানালেন নির্বাচকরা চাইলেই দলে আসবেন মুস্তাফিজ। যাবেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। বলছিলেন, ‘সত্যি বলতে কী আমাদের হাতে আরো কয়েকটা দিন সময় আছে, এর মধ্যে আরেকটা জিম সেশন ও বোলিং সেশন হবে। তারপরই নির্বাচক বা টিম ম্যানেজম্যান্ট তাদের অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড ট্যুরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন। আশা করছি ভাল কিছুই হবে।’
Discussion about this post