বল হাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আগের ম্যাচেই বাজে অভিজ্ঞতা হয়েছে তার। মুম্বাইয়ের হয়ে ৪ ওভার বল করে দেন ৫৫ রান। যা কীনা এ মৌসুমে এ মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ খরুচে বোলিং স্পেল। তবে সব মিলিয়ে নতুন দল মুম্বাইয়ের হয়ে বল হাতে সফল তিনি। টানা তিন ম্যাচে দ্য ফিজ তুলে নেন ৫ উইকেট। যদিও তার দল হেরেছিল প্রথম দিন ম্যাচেই। এখন অবশ্য জয়ের মুখ দেখেছে দলটি।
এ অবস্থায় সবাইকে পাশেই পাচ্ছেন মুস্তাফিজ। এই যেমন এবার ভারতের সাবেক পেসার জহির খান তার প্রশংসা করলেন। দ্য ফিজকে নিয়ে নিয়ে এ পেসার বলেন, ‘ও যে কোন দলের জন্য হুমকি হয়ে উঠতে পারে।’
মুম্বাইয়ের অন্যতম সেরা অস্ত্র হিসেবেই মুস্তাফিজকে আখ্যা দিলেন তিনি। জানালেন, ‘যেকোন প্রতিপক্ষের জন্য ও হুমকি হয়ে উঠতে পারে। আমি দেখেছি, ও একজন এক্স ফ্যাক্টর বোলার। প্রতিপক্ষ দলকে চমকে দেয়ার মত ক্ষমতা আছে ওর। মুস্তাফিজ একজন উইকেটটেকার। ও রান কিছুটা বেশি দিলেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেয়ার ক্ষমতা তার রয়েছে।’
Discussion about this post