ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন কিছুদিন আগেই! কিন্তু মাঠে ফিরে আগের মতো মানিয়ে নিতে পারেন নি মুস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ডে প্রস্তুতি ম্যাচ ও ত্রিদেশীয় সিরিজের মূল ম্যাচে বোলিং করে দেন ১৭৭ রান। শিকার করেন মাত্র ২ উইকেট। তবে এ অবস্থায় প্রিয় শিষ্যর পাশে আছেন প্রধান কোচ স্টিভ রোডস।
ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ ওভার বল করে মুস্তাফিজ দেন ৮৪ রান। শিকার করেছেন ২টি উইকেট। প্রস্তুতি ম্যাচে কার্টার মাস্টার দেন ৯৩ রান। তারপরই সমালেচনা করলেন অনেকে। কিছুদিন আগেও ওয়ানডে র্যাংকিংয়ের পঞ্চম স্থানে ছিলেন মোস্তাফিজ। কিন্তু সাম্প্রতিক সময়টা ভালো না যাওয়ায় দ্রুতই অধঃপতন হয়েছে এ বাঁহাতি পেসারের।
ওয়ানডে ক্যারিয়ারের ৪৩ ইনিংসে ৫০-এর বেশি রান মুস্তাফিজ দিয়েছেন ১২ বার। ১৬ বার চার কিংবা এর নিচে ইকোনমি রেট ছিল। এর ১০ বারই ২০১৮ সাল কিংবা এর পর থেকে। এ হিসেবে বলা যায় এ বাঁহাতি পেসার যেদিন খারাপ করেছেন সেদিন খুব খারাপ করছেন। আবার যেদিন ভালো করেছেন সেদিন খুব ভালো।
বৃহস্পতিবার বৃষ্টির কারণে পণ্ড হওয়া বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচের পর মুস্তাফিজকে নিয়ে রোডস বলেন, ‘দেখুন, আমি ওকে নিয়ে চিন্তিত নই। সে ওয়ানডেতে খুবই দুর্দান্ত বোলার। খুব বেশি দিন হয়নি র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে ছিল। বাংলাদেশের খুব বেশি খেলোয়াড় নেই যারা র্যাঙ্কিংয়ের সেরা পাঁচে থাকতে পেরেছে। হ্যাঁ, আরেকটু ধারাবাহিক হতে হবে।’
সাকিব আল হাসান তার সতীর্থকে নিয়ে বলেন, ‘শুধু তো ওর রান দেওয়াটা দেখলে হবে না, মুস্তাফিজ কোথায় বোলিং করছে, সেটাও দেখতে হবে। বাকিরা তো ও রকম সময়ে (ডেথ ওভারে) এত বেশি বল করে না। এটা কিন্তু বুঝতে হবে। ওই রকম সময়ে, শেষ ১০ ওভারে ওর জন্য ৪ ওভার রাখা হয়। ওই ৪ ওভারে সাধারণ হিসাবে ধরা হয় কেউ যদি ৩৫ রানের কম দেয়, তাহলেই সে ভালো বোলার। এর আগে ৪ ওভারে ও যদি ৩০ রানও দেয়, শেষের ৩৫ যোগ করলে এমনিতেই তো ৬৫ রান হয়ে গেল।’
সোমবার ত্রিদেশীয় সিরিজের নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়বে বাংলাদেশ
Discussion about this post