করোনা অতিমারির শঙ্কা উড়িয়ে শুরু হয়ে গেল গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ৯ এপ্রিলেথেকে ৬০ ম্যাচের লড়াই। ফাইনাল ৩০ মে। লড়াই চলবে আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বাই ও কলকাতায়।
এবারের আইপিএলে আছেন মুস্তাফিজুর রহমানও। বাঁহাতি পেসারকে ১ কোটি রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস। নিউজিল্যান্ড সফর শেষে তিনি এখন ভারতে। শুরুর দিকে ম্যাচ মিস করতে পারেন তিনি। তার কোয়ারেন্টাইন পর্ব শেষ হয়নি। তবে মাঠে নামতে মুখিয়ে কাটার মাস্টার।
চলুন দেখে নেই মুস্তাফিজের দলের আইপিএল সূচি
রাজস্থান রয়্যালসের ম্যাচের সূচি
১২ এপ্রিল – বনাম পাঞ্জাব কিংস (মুম্বাই, রাত ৮টা)
১৫ এপ্রিল – বনাম দিল্লি ক্যাপিট্যাল (মুম্বাই, রাত ৮টা)
১৯ এপ্রিল – বনাম চেন্নাই সুপার কিংস (মুম্বাই, রাত ৮টা)
২২ এপ্রিল – বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (মুম্বাই, রাত ৮টা)
২৪ এপ্রিল – বনাম কলকাতা নাইট রাইডার্স (মুম্বাই, রাত ৮টা)
২৯ এপ্রিল – বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (দিল্লি, বিকেল ৪.০০টা)
০২ মে – বনাম সানরাইজার্স হায়দরাবাদ (দিল্লি, বিকেল ৪.০০টা)
০৫ মে – বনাম চেন্নাই সুপার কিংস (দিল্লি, রাত ৮টা)
০৮ মে – বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (দিল্লি, রাত ৮টা)
১১ মে – বনাম দিল্লি ক্যাপিট্যালস (কলকাতা, রাত ৮টা)
১৩ মে – বনাম সানরাইজার্স হায়দরাবাদ (কলকাতা, রাত ৮টা)
১৬ মে – বনাম রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (কলকাতা, বিকেল ৪.০০টা)
১৮ মে – বনাম কলকাতা নাইট রাইডার্স (ব্যাঙ্গালুরু, রাত ৮টা)
২২ মে – বনাম পাঞ্জাব কিংস (ব্যাঙ্গালুরু, রাত ৮টা)
#বাংলাদেশ সময়
Discussion about this post