হঠাৎ করেই দুশ্চিন্তায় টিম ম্যানেজম্যান্ট। ইনজুরিতে সফরের দল থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল গড়া নিয়ে তাইতো ভাবনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ অবস্থায় লাল বলের চুক্তিতে না থাকলেও মুস্তাফিজুর রহমানকে চায় তারা। এই বাঁহাতি পেসারের কাছে এই প্রত্যাশার কথা জানিয়ে দেওয়া হয়েছে একটি চিঠি!
বিসিবির সঙ্গে শুধু ওয়ানডে ও টি-টুয়েন্টির চুক্তিতে আছেন মুস্তাফিজ। এ কারণেই দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ শেষ করেই তিনি যোগ দেন আইপিএলে। খেলছেন না শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে। আর বিসিবির কাছ থেকে অনুমিতভাবে পুরো আইপিএল খেলারই ছাড়পত্র পেয়ে যান দ্য ফিজ।
এ অবস্থায় তাকে উইন্ডিজ সফরে চাইছে বোর্ড। বিসিবির অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস শনিবার বলেন, ‘এটাতো পরিষ্কার যে আমরা চাচ্ছি মুস্তাফিজ খেলুক টেস্টে, অন্তত ওয়েস্ট ইন্ডিজে। আমরা তাকে জানিয়েছি যে আমরা তোমাকে চাই, তো দেখা যাক কি বলে। এটা কালকের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আপনারা আগামীকাল দল পাবেন, কালকের মধ্যে হয়তো ওয়েস্ট ইন্ডিজ সফরের দল দিয়ে দিবে নির্বাচকরা। সেখানে বুঝতে পারবেন।’
জালাল ইউনুস আরও যোগ করেন, ‘আমরা বলেছি তাকে খেলতে, মুস্তাফিজ তো চাচ্ছিলো না খেলতে। আমরা বলেছি কারণ…দেখেন আমাদের দুইটা ফ্রন্ট লাইন বোলার নাই। খুব গুরুত্বপূর্ণ দুইটা বোলার নাই। আমরা মনে করি মুস্তাফিজের সেবা খুবই গুরুত্বপূর্ণ এখানে। তার সমর্থনটা অনেক দরকার। আমরা তাকে জানিয়েছি, সে নির্বাচকদের সাথে যোগাযোগ করেছে। কালকে দল দিলে আপনারা জানতে পারবেন।’
অবশ্য মুস্তাফিজও এখনো দ্বিধায়। জালাল ইউনুস আরও বলেন, ‘তার যুক্তি হল সে ওখানে আছে দুই মাস ধরে। বলছে তার লম্বা একটা সময় চলে যাচ্ছে। এখানে তার সময় নিয়ে নিচ্ছে বেশি। ফিজিক্যালি সে হয়তো বলতে পারে ফিট না। তো যাই হোক আমরা বলেছি তুমি আসো দেখা যাক কি করা যায়। সে হয়তো খেলতেও পারে। আসুক, কালকের মধ্যে…আজকে হয়তো নির্বাচকদের সাথে তার কথা হবে। আর এর ফল হয়তো আপনারা কালকে জেনে যাবেন।’
বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ খেললেও মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যস্ত আছেন আইপিএলে। তবে উইন্ডিজ সফরে তাকে পুরোটাতেই চায় বোর্ড।
আসছে ৫ জুন দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ দল। সেখানে টেস্ট সিরিজের দুই ম্যাচ হবে ১৬ ও ২৪ জুন। প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগা। দ্বিতীয় টেস্ট সেন্ট লুসিয়ায়। সফরে টি-টুয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২, ৩ ও ৭ জুলাই। প্রথম দুই ম্যাচ হবে ডমিনিকায়, শেষ ম্যাচ হবে গায়ানায়। একই ভেন্যুতেই আগামী ১০, ১৩ ও ১৬ জুলাই তিন ওয়ানডে।
Discussion about this post