বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু ৫ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি। তার আগে বেশ অস্থিরতা তৈরি হয়েছে বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে। বিশেষ করে কিপিংয়ের দায়িত্ব মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহানের ভাগাভাগি করা নিয়ে এখন মিশ্র প্রতিক্রিয়া। তবে এটা বড় কিছু নয় বলে জানালেন বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ হেড কোচ রাসেল ডমিঙ্গো সোমবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে যে সমাধানের কথা বললেন, তা নিয়ে তৈরি হয় বিপত্তি। পাঁচ ম্যাচের সিরিজে শুরুর দুই ম্যাচ কিপিং করবেন সোহান, পরের দুই ম্যাচে মুশফিক। এরপর পঞ্চম ম্যাচের কিপার নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এমন কথার পরই শুরু হয় সমালোচনা। এ অবস্থায় এনিয়ে মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুখ খুললেন রিয়াদ।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রভাবের কিছু নেই। মুশফিক টিমম্যান এবং দুর্দান্ত সতীর্থ। খুশিমনেই সে কিপিংয়ের দায়িত্ব সোহানের সঙ্গে ভাগাভাগি করছে। সে খুশি, সোহানও খুশি। সোহান ভালো কিপিং করছে, মুশফিকও দারুণ। ওয়ার্কলোড ভাগাভাগি করে নেওয়া তাই দলের জন্যই ভালো।’
মাহমুদউল্লাহ জানালেন, মুশফিক-সোহান সবাই খুশি। বলেন, ‘ইটস অ্যাবসলিউটলি ফাইন। কোনো অসুবিধাই নেই। সত্যি বলতে, দুজনই খুশি আছে। টিম ম্যানেজমেন্টও খুশি আছে। এই জিনিসগুলো নিয়ে আমাদের খুব একটা ইয়ে নেই, সোহান আগের সিরিজে ভালো কিপিং করেছে। মুশি তো অসাধারণ বছরের পর বছর ধরেই। লিটনের কিপিংয়ের কথা তো এখনও বলাই হয়নি। অল ইকুয়াল, অল গুড অ্যাট দা মোমেন্ট। এটা নিয়ে কোনো ইয়ে নেই। গোটা দলই পজিটিভ আছে এবং তারাও খুব পজিটিভ।’
Discussion about this post