একেই বলে ক্যাপ্টেন্স নক। দলের প্রয়োজনে নেমে ঠিক অধিনায়কের মতোই চলল মুশফিকুর রহিমের ব্যাট। মুশফিকের সঙ্গে থিসারা পেরেরাও লড়লেন। আর তাতেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম জয় তুলে নিয়েছে বরিশাল বুলস। ১২৯ রান লক্ষ্যে খেলতে নেমে ৯ বল বাকি থাকতেই জয় ধরা দেয় তাদের হাতে।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১২৯ রান করে। মারলন স্যামুয়েলস ৪৮ রান করেন। জবাব দিতে নেমে মুশফিকুর রহিমের ৩৩ রানে চড়ে সহজেই জয় পায় দল। পেরেরা ৩৪। ম্যাচসেরা হয়েছেন তিনিই।
আগের বারের চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা এনিয়ে এবারের বিপিএলে টানা দ্বিতীয় ম্যাচ হারল। এর আগে চিটাগং ভাইকিংসের কাছে ২৯ রানে হেরে যায় মাশরাফির দল। পয়েন্ট টেবিলে সবার শেষে অবস্থান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা।
সংক্ষিপ্ত স্কোর-
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১২৯/৮ (ইমরুল ০, লতিফ ১২, শান্ত ১৬, স্যামুয়েলস ৪৮, লিটন ৪, ইমাদ ১, নাহিদুল ৪, তানভির ৩০*, মাশরাফি ২, শরিফ ১*; তাইজুল ১/২৫, আল আমিন ১/২৪, আবু হায়দার ২/৩৪, এমরিট ১/২০, পেরেরা ১/২০)।
বরিশাল বুলস: ১৮.৩ ওভারে ১৩০/৪ (মুনাবিরা ১৫, শামসুর ১৬, মালান ২৬, মুশফিক ৩৩, পেরেরা ৩৪*, শাহরিয়ার ১*; ইমাদ ১/৩৮, তানভির ১/১৭, মাশরাফি ০/২১, নাবিল ১/১২, নাহিদুল ০/১০, শরিফ ১/৩০)।
ফল: বরিশাল ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: থিসারা পেরেরা
Discussion about this post