ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা ভীতি অনেকটাই কাটিয়ে উঠতে শুরু করেছে সবাই। জেগে উঠছে চারপাশ। ক্রিকেট মাঠেও তারই চিত্র। চলছে মুশফিকুর রহিম আর তামিম ইকবালদের ব্যাক্তিগত অনুশীলন। সামনেই শ্রীলঙ্কা সফর। তার আগে প্রস্তুতি ক্যাম্প শুরুর চিন্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লঙ্কা সফরের আগে ক্রিকেটারদের বাসায় গিয়ে করানোভাইরাস পরীক্ষা করানো হবে।
বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান মঙ্গলবার জানাচ্ছিলেন- শ্রীলঙ্কায় রওনা হওয়ার আগে কমপক্ষে তিন দফায় করোনাভাইরাস পরীক্ষা মুশফিক-তামিমদের। সব ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শ্রীলঙ্কায় যাওয়ার কথা বাংলাদেশ দলের। তার আগে দল একসঙ্গে অনুশীলন করবে। সেই সময়টাতে ক্রিকেটারদের রাখা হবে ঢাকার কোনো এক হোটেলে।
মিরপুরে বিসিবিতে গণমাধ্যমের সামনে আকরাম খান বলেন, ‘সেপ্টেম্বরের ১৮ তারিখ আমরা সবার বাসায় গিয়ে কোভিড টেস্ট করবো। ২০ তারিখের দিকে হোটেলে ওঠার কথা চলছে। এরপর ২১ তারিখ থেকে কিছুদিন অনুশীলন করে আমরা শ্রীলঙ্কা যাব। এখানে ১৮ তারিখ একবার টেস্ট করাব, ২১ তারিখ একবার করব। আর যাওয়ার আগে আরেকবার হবে করোনা পরীক্ষা। শুনেছি-শ্রীলঙ্কা বোর্ডও ঘনঘন টেস্ট করাবে। এরপরও কেউ আক্রান্ত হলে কোয়ারেন্টিনে রাখতে হবে, এসব নিয়ে চিকিৎসকদের সাথে আলাপ-আলোচনা হচ্ছে। যতটুকু সতর্ক থাকা যায় সেই চেষ্টা চলবে।
শ্রীলঙ্কা সফরের জন্য ২০ থেকে ২২ জনের দল সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করবে বিসিবি। আগেই জানা গেছে-জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। সেই দলটা হতে পারে ২৪ জনের। চার্টার্ড ফ্লাইটে দেশ ছাড়বে তারা।
শ্রীলঙ্কা সফরে এইচপি দলের সঙ্গেই জাতীয় দল প্রস্তুতি ম্যাচ খেলবে। তার আগে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই কোচরা দলের সঙ্গে যোগ দেবেন। তারা কোয়ারেন্টিনে শেষে যোগ দেবেন অনুশীলনে।
Discussion about this post