ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সামনে ছিল ৩৮২ রানের লক্ষ্য। নিশ্চিত করেই পাহাড় সমান। জিততে হলে রেকর্ডই হতো বাংলাদেশের। রেকর্ড ঠিকই গড়েছে টাইগাররা। নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান তুলেছে। আশা জাগালেও জয় ধরা দেয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত খেললেও হার হয়েছে সঙ্গী।
নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজের ব্যাটিং স্বর্গে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের সামনে নেমে ৪৮ রানে হেরেছে টাইগাররা।
বৃহস্পতিবার প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে তুলে ৫০ ওভারে ৩৮১ রান। ১৪৭ বলে ১৬৬ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। জবাব দিতে নেমে কম যায়নি বাংলাদেশও। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে দল তুলে ৩৩৩। মুশফিকুর রহিম করেন অপরাজিত সেঞ্চুরি!
বেশ লড়েছে টাইগাররা। তবে টার্গেটই ছিল আকাশচুম্বী। যেখানে কিছুই যেন করার ছিল না।
৪০ ওভার শেষে অস্ট্রেলিয়ার তুলনায় বাংলাদেশ পিছিয়ে ছিল মাত্র ৫ রানে। শেষ ১০ ওভারে দল পাল্টা জবাব দিতে পারেনি। তবে সম্ভাবনা জাগিয়েছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। বোলারদের ওপর চড়াও হয়ে দ্রুত এগোনো মাহমুদউল্লাহকে ফেরান ন্যাথান কোল্টার-নাইল।
মাহমুদউল্লাহ তুলেন ৫০ বলে পাঁচ চার ও তিন ছক্কায় ৬৯ রান। আর ভাঙে ১২৭ রানের জুটি। আর মুশফিক ৫৪ বলে ফিফটি স্পর্শ করেন। এরপর ৯৫ বলে শতরান। এটি তার ক্যারিয়ারের ওয়ানডেতে সপ্তম শতরান। বিশ্বকাপে প্রথম। এছাড়া ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৬২। ইনফর্ম সাকিব আল হাসান তুলেন ৪১।
এর আগে ধারহীন বোলিংয়ের সঙ্গে ছিল দৃষ্টিকটু ফিল্ডিং। সুযোগটাই নিয়েছে অস্ট্রেলিয়া। জীবন পেয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। অথচ তিনি ফিরতে পারতেন ১০ রানে। মাশরাফি বিন মর্তুজার বলে ক্যাচ ফেলেন সাব্বির রহমান। সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়েছেন ওয়ার্নার।
ফিফটি তুলেন উসমান খাজা ও অ্যারন ফিঞ্চ। শেষে গ্লেন ম্যাক্সওয়েল তুলেন ঝড়। সব মিলিয়ে ৫ উইকেটে ৫০ ওভারে ৩৮১ রানের বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া।
নটিংহ্যামে অনুষ্ঠিত ম্যাচে বৃহস্পতিবার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া।
নিয়মিত বোলাররা ছিলেন ফ্লপ। এই সুযোগ ৫৮ রানে ৩ উইকেট নেন সৌম্য সরকার। মুস্তাফিজুর রহমান ৬৯ রানে নেন ১ উইকেট। সবচেয়ে খরুচে ছিলেন রুবেল হোসেন।
ম্যাচে ফিঞ্চ ৫১ বলে তুলেন ৫৩ রান। ওয়ার্নারের সঙ্গে ১২১ রানের ওপেনিং জুটি গড়েন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে দাপট দেখান ওয়ার্নার ও উসমান খাজা। ওয়ার্নার তুলে নেন এবারের বিশ্বকাপে তার দ্বিতীয় সেঞ্চুরি। ১৯২ রানের এই জুটি ভাঙেন সৌম্য সরকার। ১৪৭ বলে ১৪ বাউন্ডারি ও ৫ ছক্কায় ওয়ার্নার তুলেন ১৬৬ রান।
এরপর গ্লেন ম্যাক্সওয়েল ১০ বলে ২ চার আর ৩ ছক্কায় ৩২ রান করেন। উসমান খাজা ৭২ বলে ১০ বাউন্ডারিতে ৮৯। অজিরা শেষ ১০ ওভারে তুলে ১৩১ রান। এখানেই যেন হেরে যায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৮১/৫ (ফিঞ্চ ৫৩, ওয়ার্নার ১৬৬, খাওয়াজা ৮৯, ম্যাক্সওয়েল ৩২, স্টয়নিস ১৭*, স্মিথ ১, কেয়ারি ১১*; মাশরাফি ৮-০-৫৬-০, মুস্তাফিজ ৯-০-৬৯-১, সাকিব ৬-০-৫০-০, রুবেল ৯-০-৮৩-০, মিরাজ ১০-০-৫৯-০, সৌম্য ৮-০-৫৮-৩)।
বাংলাদেশ: ৫০ ওভারে ৩৩৩/৮ (তামিম ৬২, সৌম্য ১০, সাকিব ৪১, মুশফিক ১০২*, লিটন ২০, মাহমুদউল্লাহ ৬৯, সাব্বির ০, মিরাজ ৬, মাশরাফি ৬; স্টার্ক ১০-০-৫৫-২, কামিন্স ১০-০-৬৫-০, ম্যাক্সওয়েল ৩-০-২৫-০, কোল্টার-নাইল ১০-০-৫৮-২, স্টয়নিস ৮-০-৫৪-২, জ্যাম্পা ৯-০-৬৮-১)।
ফল: অস্ট্রেলিয়া ৪৮ রানে জয়ী
ম্যাচসেরা : ডেভিড ওয়ার্নার
Discussion about this post