ওয়ানডে আর টি-টুয়েন্টির পর এবার টেস্টেও হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। শুক্রবার সেই শঙ্কা কাটানোর লড়াই শুরু। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। যা বাংলাদেশ সময় ভোর চারটা থেকে শুরু হবে। সেই ম্যাচে মুশফিকুর রহীমের খেলা অনেকটাই অনিশ্চিত।
আঙুলের পর মাথায় চোট পেয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ডাক্তাররা তাকে তিন সপ্তাহের জন্য বিশ্রামে পাঠিয়েছেন। ফিজিও ডিন কনওয়ে তার খেলার তেমন সম্ভাবনা দেখছেন না। মুশির ইনজুরিতে ভাগ্য খুলল নুরুল হাসান সোহানের।
ক্রাইস্টচার্চে টেস্ট ক্যাপ পড়ছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান সোহান। এছাড়া অন্য কোন বিকল্প নেই। ওয়েলিংটনে প্রথম টেস্টে সামলেছেন ইমরুল কায়েস। বদলি কিপার হিসেবে ৫ ক্যাচ নিয়ে রেকর্ডও করেছেন তিনি। সেই তিনিও ইনজুরিতে। তার জায়গায় খেলবেন সৌম্য সরকার।
আর তাইতো ২৩ বছর বয়সী সোহানের জন্য সুখবর। টেস্ট অভিষেকটাও হয়ে যাচ্ছে তার। তবে বৈরি কন্ডিশনে সেই শুরু কতোটা ভাল হয় তা নিয়ে শঙ্কা থাকছে।
Discussion about this post