মাত্র এক রান-এই আক্ষেপে নিশ্চিত অনেক দিন পুঁড়বেন মুশফিকুর রহীম। ম্যাজিক ম্যান আউট নার্ভাস ৯৯ রানে। ক্যারিয়ারের সাত নম্বর সেঞ্চুরিটি পেয়েও যেন পেলেন না! নামী ক্রীড়া সাংবাদিক আজাদ মজুমদার ফেসবুকে জানালেন, আন্তর্জাতিক ক্রিকেটে যে কোন ফরম্যাটে এবারই বাংলাদেশের কোন ব্যাটসম্যান এক রানের এমন আক্ষেপ নিয়ে ফিরলেন।
তার আগের পুরোটাতেই ছিল মুশফিকের রাজত্ব। বাংলাদেশের রান যখন ৩ উইকেটে ১২ তখন উইকেটে নামেন তিনি। সঙ্গী মোহাম্মদ মিথুনকে নিয়ে গড়েন প্রতিরোধ। একটা রান হলেই তো শরান পেয়ে যেতেন! তবে তার ইনিংসে ভর করেই বাংলাদেশ এশিয়া কাপের ম্যাচে তুলেছে ৪৮.৫ ওভারে. অলআউট হয়ে করেছে ২৩৯ রান।
দুর্দান্ত সেই ইনিংসে ১১৬ বলে ৯৯ রান তুলেন মুশফিক। মোহাম্মদ মিথুন ফিরে যান ৬০ রানে। মুশফিকের সঙ্গে তিনি গড়েন ১৩৮ বলে ১৪৪ রানের জুটি। ম্যাচে শাদাব খানের করা ইনিংসের ২৬তম ওভারের ১ম বলেই ক্যারিয়ারের ৩০তম হাফসেঞ্চুরি পূর্ণ মুশফিক।
এর আগে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। প্রায় একবছর পর ওয়ানডে দলে ফিরে সৌম্য সরকার শুন্য রানে অাউট। কিছুতেই সুযোগ কাজে লাগাতে পারছেন না তিনি। তার বিদায়ের পথ ধরে দ্রুত আউট মুমিনুল হক এবং লিটন কুমার দাস।
এশিয়া কাপের এই অলিখিত সেমিফাইনালে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনজুরিতে পড়ায় সাকিব ছিলেন না একাদশে। তার জায়গায় মুমিনুল হক। নাজমুল হোসেন শান্ত বাদ দিয়ে দলে জায়গা পান সৌম্য সরকার। স্পিনার নাজমুল হোসেন অপুর জায়গায় পেসার রুবেল হোসেন।
Discussion about this post