শ্রীলঙ্কার বিপক্ষে ২১৪ রান টপকে অসাধারন এক জয় পেয়েছে বাংলাদেম। ম্যাচের জয়ের নায়ক মুশফিকুর রহীম ২৫ বল খেলে করেন অপরাজিত ৭২ রান। স্মরনীয় সেই জয়ের পর আবেগ ধরে রাখতে না পেরে নাগিন ড্যান্স দেখান মুশি। এটা হাস্যরসের অনুসঙ্গ না হয়ে বরং সবাই বীরত্ব হিসেবেই দেখছেন। সবাই মেতেছেন মুশফিক বন্দনায়। চলছে এই ড্যান্স নিয়ে আলোচনা। ব্যান্ড হয়ে উঠেছে নাগিন ড্যান্স।
এই নাচ ঢাকার ক্রিকেটে সবার আগে দেখান নাজমুল ইসলাম অপু। গত বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন এই স্পিনার। রংপুর রাইডার্স জিততেই অপু দেখান নাগিন ড্যান্স। এবার আন্তর্জাতিক ক্রিকেটেও এই নাচের পরিচিতি পেল। অবশ্য সেটা নাজমুল অপুর হাত ধরে নয়। এটা করলেন মুশফিকুর রহীম। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার রাতে রেকর্ড গড়া ঐতিহাসিক জয়ের পর দেখা মিলল এই নাচ।
জিততেই উইকেটে এসেই মাথার ওপর সাপের ভঙ্গিতে হাত তুলে হালকা কোমর দুলিয়ে দিলেন সেই বিখ্যাত নাগিন ড্যান্স। এরপরই টুইটারে ভারতীয় ‘নাগিন’ সিরিয়ালের চরিত্রের পোস্টারের ছবি এডিট করে মুশফিকের নাগিন ড্যান্সের ছবি বসিয়ে মজার মজার মেমে তৈরি হতে থাকে। কলকাতার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় এ নিয়ে বেশ কিছু পোস্টের ছবিসহ টুইটগুলো প্রকাশ করেছে। আরিয়ান আরিয়ামান নামে এক ব্লগার লিখেন, ‘নাগিন্স (ফিট বাই মুশফিকুর রহীম)- এর নতুন পোস্টার। দেখতে অনেক সুন্দর।’
ক্রিকফ্রিকজ নামে একটি পেজে (শ্রীলঙ্কাকে উদ্দেশ্য করে) লেখা হয়, ‘যখন তোমার বন্ধু ফাইনালি ট্রিট দিল।’
পিযুশ শর্মা নামের এক ভারতীয় লিখেছেন ‘ইন্ডিয়ান বিয়ের অনুষ্ঠানে যদি মুশফিকুর রহীম এভাবে নাগিন নাচ দেখাতে থাকেন, তাহলে নিশ্চিত তিনি আরও বিখ্যাত হয়ে উঠবেন।’ দেবদিপ্ত পাল লিখেছেন, ‘মুশফিকের নাগিন ড্যান্স আমার হৃদয় জিতে নিয়েছে।’
Discussion about this post