ক্রিকবিডি২৪.কম
ভারত সফরের ব্যর্থতা ভুলে ফের ব্যাট-বল হাতে তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে এ ডানহাতি সোমবার থেকে শুরু করেছেন অনুশীলন। এদিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খুলনা টাইগার্সের এ তারকা নিজেকে ঝালিয়ে নেন।
এবারের বিপিএলে খুলনা টাইগার্সের মূল অস্ত্র হতে যাচ্ছেন মুশফিকুর রহিম। দেশসেরা এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের দিকে তাকিয়ে থাকবে দলটি। সোমবার তাই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে কিছু সময় দৌড়ে, কিছু সময় ব্যাট হাতে অনুশীলন করেন মুশফিক।
বিপিএলে এবার মুশি কোচ হিসেবে দলে পাচ্ছেন আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান জেমস ফস্টারকে। সাবেক এই ইংলিশ ক্রিকেটারকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে খুলনার দলটি।
খুলনা টাইগার্স:
দেশি ক্রিকেটার: মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভির ইসলাম
বিদেশি ক্রিকেটার: রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ
Discussion about this post