টি-টুয়েন্টি চ্যালেঞ্জ কাপ ক্রিকেটের প্রথম ম্যাচে বুধবার মুশফিকুর রহীমের জাতীয় দলকে ১২ রানে হারিয়েছে নাসিরের ‘এ’ দল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিন রাত্রির খেলায় ‘এ’ দল প্রথমে ব্যাট করতে নেমে গড়ে ১৭১ রানের বড় স্কোর। ইমরুল কায়েস ৩৩ বলে করেন ৪৫ রান। মমিনুল ১৭ বলে ৩৩ করেন। বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক পান ৩৬ রানে ৪ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে জাতীয় দল তুলে ১৫৯ রান। শামসুর রহমান শুভর ব্যাট থেকে আসে ৪৮।
টি-টুয়েন্টিতে জাতীয় দলের ক্রিকেটারদের নৈপুন্যটা কেমন সেটা দেখতেই এই আয়োজন।
সংক্ষিপ্ত স্কোর
‘এ’ দল : ১৭১/৯, ২০ ওভার (ইমরুল ৪৫, জহুরুল ১০, মমিনুল ৩১, নাসির ১৭, ফরহাদ ২৪, আলাউদ্দিন ১৬; মাশরাফি ২/৩৪, রাজ্জাক ৪/৩৬)।
জাতীয় দল : ১৫৯/৫, ২০ ওভার (এনামুল ৩০, শামসুর ৪৮, মুশফিক ৩৩, নাঈম ২০, মাহমুদউল্লাহ ১০, জিয়া ১৬*; ইলিয়াস সানি ২/৩০, আরাফাত সানি ১/১৬, নাসির ১/১৬)।
ফল: এ’ দল ১২ রানে জয়ী
Discussion about this post