ব্যস্ত সূচির একটা চাপ তো আছেই। সঙ্গে করোনাভাইরাসের কারণে জৈব-সুরক্ষা বলয়ের বন্দি জীবন তো আছেই। সব মিলিয়ে হাঁপিয়ে উঠেছেন ক্রিকেটাররা। জৈব সুরক্ষিত পরিবেশে বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকতে থাকতে গিয়েও বিপর্যস্ত তারা। এ অবস্থায় অন্য দেশগুলো ক্রিকেটারদের বিশ্রাম দিয়েও খেলাচ্ছেন। যদিও এখনো বাংলাদেশ তেমন উদ্যোগ নেয়নি।
অবশেষে করোনাকালে তেমন ভাবনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। দলের ক্রিকেটারদের বিশ্রামের কথা ভাবছে বিসিবি। মিডিয়া কমিটির চেয়ারম্যান ও বিসিবি পরিচালক জালাল ইউনুস তেমনই কথা শোনালেন।
জালাল ইউনুস বলেন, ‘এখনও আমাদের কয়েকজন খেলোয়াড় আছে, যাদের প্রয়োজন তিন ফরম্যাটেই। একই সঙ্গে যদি একজনকে সব জায়গায়, সব ম্যাচে খেলাতে চান, তাহলে তার চোটের বড় ঝুঁকি থাকতে পারে। এদিকটাও দেখতে হবে আমাদের। এজন্য আমাদের মেডিক্যাল বিভাগকেও সতর্ক থাকতে হবে যেন খেলোয়াড় চোটে না পড়ে। কয়েকজন খেলোয়াড় আছে যাদের বিকল্প হয় না, একই সঙ্গে তাদের স্বাস্থ্যের অবস্থাও নজর রাখতে হবে আমাদের।’
এমন ক্লান্তি থেকেই জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজ থেকে ছুটি চেয়েছেন মুশফিকুর রহিম। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কথায় তার ছুটি চাওয়ার বিষয়টি আসে গণমাধ্যমে।
এনিয়ে জালাল ইউনুস বলেন, ‘বিশ্রামের বিষয়টা বড় হয়ে উঠছে, কারণ সামনে বেশ ব্যস্ত সূচি বাংলাদেশের। কথা হচ্ছে কোনও খেলোয়াড় যদি বিশ্রাম চায়, সে আমাদের জানাতেই পারে। এখন কে কখন বিশ্রাম চেয়েছে এটা কিন্তু আমরা নিশ্চিত না। দুই একজনের নাম শোনা যাচ্ছে। কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে কারও কাছ থেকে এমন কিছু পাইনি আমরা।’
সব কিছু ঠিক থাকলে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২৯ জুন ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এই সিরিজে একটি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি-টুয়েন্টি খেলবে তারা।
Discussion about this post