বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন দিনেশ চান্দিমাল ও উপুল থারাঙ্গা।কিন্তু চমক দিয়ে রঙ্গনা হেরাথকেই অধিনায়ক করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। অভিজ্ঞ এই স্পিনারই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে নেতৃত্ব দেবেন শ্রীলঙ্কাকে।
বাংলাদেশের দলে আছেন স্পিনার মালিন্দা পুষ্পাকুমারা। প্রথমবারের মতো ডাক পেলেন তিনি।ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে ১৩ উইকেট নিয়ে নজর কাড়েন নির্বাচকদের।৯৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৫৮ উইকেট নিয়েছেন তিনি।
বাংলাদেশ দল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এরইমধ্যে পৌঁছে গেছে লঙ্কা দ্বীপে। ২ মার্চ থেকে শুরু দুইদিনের প্রস্তুতি ম্যাচ। তারপর ৭ মার্চ গলে শুরু দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। শেষ টেস্টটি কলম্বোর পি সারা ওভালে ১৫ মার্চ শুরু। এটিই বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ। এই ম্যাচটি স্মরণীয় করে রাখতে চাইছে টাইগাররা।
২৫ মার্চ ডাম্বুলায় শুরু ওয়ানডে সিরিজ। ২৮ মার্চ সিরিজের দ্বিতীয় ওয়ানডে একই মাঠে। তৃতীয় ওয়ানডে ১ এপ্রিল কলম্বোতে। এরপর ৪ ও ৬ এপ্রিল কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের সঙ্গে দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
Discussion about this post