ইঙ্গিতটা আগেই মিলেছিল। সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা এলো। শ্রীলঙ্কার চন্ডিকা হাতুরাসিংহে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ। শেন জার্গেনসনের উত্তরসুরী হলেন তিনি। সোমবার এক সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এই আনুষ্ঠানিক ঘোষণা দেন। জানান, দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে তাকে। গত মাসের শেষ দিকে জার্গেনসনের পদত্যাগের পর নতুন কোচের সন্ধানে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এর আগে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের পদ থেকে সরে দাড়ান হাতুরাসিংহে। বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের প্রধান কোচের দ্বায়িত্বেও ছিলেন তিনি।
বোর্ড সভাপতি জানালেন, ১ জুলাই থেকে দুই বছরে চুক্তিতে আসছেন নতুন কোচ। তবে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও দেখা যেতে পারে তাকে। ১৩ জুন বাংলাদেশে আসছে ভারত।
এদিকে বাংলাদেশ জাতীয় দলের ট্রেনার হিসেবে ২ বছরের চুক্তি হয়েছে আরেক লঙ্কান মারিও ভিল্লাভারায়নের সঙ্গে।
শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার হাতুরাসিংহে ২৬টি টেস্ট ও ৩৫টি ওয়ানডে খেলেছেন। নিউসাউথ ওয়েলসের আগে সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা এ’ দলের কোচ হিসেবে দ্বায়িত্ব পালন করেন তিনি।
বাংলাদেশের বিদেশি কোচরা
কোচ দেশ দায়িত্বকাল
মুদাসসর নজর পাকিস্তান
মহিন্দর অমরনাথ ভারত
গর্ডন গ্রিনিজ উইন্ডিজ ১৯৯৭-’৯৯
এডি বারলো ইংল্যান্ড ১৯৯৯-২০০০
ট্রেভর চ্যাপেল অস্ট্রেলিয়া ২০০১-’০২
মহসিন কামাল পাকিস্তান ২০০২-’০৩
ডেভ হোয়াটমোর অস্ট্রেলিয়া ২০০৩-’০৭
শন উইলিয়ামস অস্ট্রেলিয়া ২০০৭
জেমি সিডন্স অস্ট্রেলিয়া ২০০৭-’১১
স্টুয়ার্ট ল অস্ট্রেলিয়া ২০১১-’১২
রিচার্ড পাইবাস ইংল্যান্ড ২০১২
শেন জারগেনসেন অস্ট্রেলিয়া ২০১২-’১৪
চান্দিকা হাতুরাসিংহে শ্রীলঙ্কা ২০১৪
Discussion about this post