ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তার নামটা নিলামে উঠবে শুনে বিস্মিত হয়েছিলেন অনেকেই। কারণ মুশফিকুর রহীম যে আইকন ক্রিকেটার। গতবারের দল রাজশাহী কিংস এবার রাখেনি। এ কারণেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটে কৌতুহল ছিল তাকে ঘিরে। তাহলে কোথায় কোন দলে খেলবেন মুশি?
রোববার নিশ্চিত হল ‘এ’ প্লাস ক্যাটাগরি থেকে তারকা এ ব্যাটসম্যান দলে টেনেছে চিটাগং ভাইকিংস। ‘আইকন’ ক্যাটাগরি থেকে সৌম্য সরকার ড্রাফটের শুরুতেই দল পেয়ে যান। তিনি খেলবেন রাজশাহী কিংসের হয়ে। যেখানে তার সঙ্গে আছে মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক আর মেহেদী হাসান মিরাজ।
বিপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক। তবে গতবার ১২ ম্যাচে হাফসেঞ্চুটি ছিল মাত্র একটি। ১৮.৫০ গড়ে করেন ১৮৫ রান। যে কারণে এবার এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের প্রতি আগ্রহ দেখায়নি রাজশাহী।
এমনিতে একজনের বেশি ‘এ’ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার নেওয়ার নিয়ম নেই কোনো দলের। চিটাগং ভাইকিংস ছাড়া আর সব দলেরই এ ক্যাটাগরির ক্রিকেটার নেওয়া হয়েছিল আগেই। মুশফিককে নিয়ে তাই তৈরি হয় অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ড্রাফটের উত্তেজনায় যেতে হয়নি তাকে। প্লেয়ার্স ড্রাফটে ‘এ’ প্লাস ক্যাটেগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ৭৫ লাখ টাকায় কিনে নেয় চিটাগং।
জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০১৮ সালের বিপিএল পেছানো হয়েছে। আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে বসবে ষষ্ঠ আসর। কোনভাবেই সূচি পাল্টানো হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিক থাকলে জানুয়ারির ৫ তারিখ শুরু হয়ে শেষ হবে ৮ ফেব্রুয়ারি।
Discussion about this post