তাকে নিয়ে শঙ্কা বেশ কিছুদিন ধরেই। নিউজিল্যান্ড থেকে মাথায় এবং হাতে চোট নিয়ে ফিরেছেন। তবে স্বস্তির খবর দ্রুত সেই ধাক্কা সামলে উঠছেন মুশফিকুর রহীম। ভারতের বিপক্ষে ঐতিহাসিক সেই টেস্টের আগেই ফিট হয়ে উঠবেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
ফেরার পথটা মসৃন করতে শনিবার হাজির মিরপুরের হোম অব ক্রিকেটে হাজির মুশি। নিউজিল্যান্ড থেকে চোট নিয়ে ফেরার পর প্রথম ব্যাট হাতে নিলেন তিনি। এ অবস্থায় দ্রুত তার ফেরা নিয়ে কোন সন্দেহ নেই ডা. দেবাশীষ চৌধুরীর।
শনিবার বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক জানালেন, ‘মুশফিকের চোট পাওয়া ডান হাতের বুড়ো আঙুলে স্ক্যান করা হয়েছে। খুশির হল- কোনো চিড় ধরা পড়েনি। এই উইকেট কিপার-ব্যাটসম্যানের ইনজুরি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ফিজিওথেরাপি শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে ৩১ জানুয়ারির পর এই ধাক্কা সামলে উঠবে ও।’
চোট পাওয়া আঙুলে ছিল ব্যান্ডেজ নিয়েই মুশফিক। এর কারণ হিসেবে দেবাশীষ চৌধুরী জানান, ‘এই ব্যান্ডেজটা বড় কিছু নয়। মুশফিকের সঙ্গে কথা হয়েছে ও বলল একটা সাপোর্ট যদি থাকে তবে আত্মবিশ্বাস পায়। এ কারণেই ব্যান্ডেজ নিয়ে ব্যাট করল। অবশ্য উইকেটরক্ষকের জন্য আঙুলে ব্যথা থাকাটা স্বাভাবিক ব্যাপার। তাদের চোট আসলে কখনও পুরোপুরি সারে না। জানাতে চাই মুশফিকের ইনজুরি নিয়ে চিন্তার কিছু নেই।’
৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে একমাত্র সেই টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। তার আগে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে তাদের।
Discussion about this post