মুশফিকুর রহীম ও রাজশাহী কিংসের জন্য সুখবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠের থাকতে হচ্ছে না দরের অন্যতম সেরা ক্রিকেটারটিকে। গত বুধবার চিটাগংয়ের ইনিংসের প্রথম ওভারের ড্যারেন সামির ওভারের তৃতীয় বলটি গ্লাভাসে জমাতে ব্যর্থ হন মুশি। তার আঙ্গুলে আঘাত করে বলটি বাউন্ডারি পেরিয়ে যায়। তখনই যন্ত্রণায় লুটিয়ে পড়েন মুশফিক।
মাঠের বাইরে প্রাথমিক চিকিৎসার পর গ্লাভস হাতে দুই ওভার কিপিং করতেই ফের পুরনো ব্যথা কাবু করে ফেলে। মাঠের বাইরে চলে যান তিনি। এরপর মুশফিক ডাগআউটে বসে খেলা দেখেছেন।
ম্যাচ শেষ হতেই এক্সরে করতে ছুটেন তিনি। এরপরই সুখবর দিয়েছেন তার দল রাজশাহী কিংসের ফিজিও বায়েজিদ আহমেদ। তিনি বলেন, ‘মুশফিকের চোট গুরুতর নয়। রিপোর্টে কোনো চিড় ধরা পড়েনি। শুধুমাত্র ব্যথা রয়েছে।’
চট্টগ্রাম পর্ব শেষে রাজশাহী কিংস বৃহস্পতিবারই রাজধানী ঢাকা ফিরেছে। এই পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকার বিপক্ষে ২ ডিসেম্বর মাঠে নামবে রাজশাহী। সে ম্যাচে মুশফিকের খেলা নিয়ে কোন অনিশ্চয়তা নেই। সেই ম্যাচের জন্যই এখন প্রস্তুত হচ্ছেন মুশফিক।
Discussion about this post