এইতো দিন কয়েক আগেই তারা হেরেছে আর্জেন্টিনার কাছে। তবে ধাক্কা সামলে উঠতে সময় নিল না জার্মানি। রোববার জয় দিয়েই ইউরো-২০১৬ বাছাই পর্ব শুরু করল বিশ্বচ্যাম্পিয়নরা। স্কটল্যান্ডকে ২-১ গোলে হারাল তারা।
ডর্টমুন্ডে ‘ডি’ গ্রুপের খেলায় দুটি গোলই করছেন টমাস মুলার। গ্রুপের অন্য ম্যাচে আয়ারল্যান্ড ২-১ গোলে হারিয়েছে জর্জিয়া। জিব্রাল্টারকে ৭-০ গোলে হারিয়েছে পোলান্ড। বরার্ট লেভানডিস্কর করেছেন হ্যাটট্রিক।
এদিকে ক্রিস্চিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নেমে হোচট খেল পর্তুগাল। ইউরোর বাছাইপর্বে গ্রুপ ‘আই’ এর প্রথম ম্যাচেই আলবেনিয়া ১-০ গোলে হারাল তাদের। ইনজুরির কারনে এই ম্যাচে ছিলেন না পর্তুগীজ অধিনায়ক রোনালদো।
Discussion about this post