ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জবাবটা মন্দ দিচ্ছে না বাংলাদেশ। সবকিছু ঠিক পরিকল্পনা মতোই এগিয়ে যাচ্ছে। জিম্বাবুয়েকে সকালেই অলআউট করে প্রথম দফায় সফল। এরপর ব্যাটসম্যানরা দৃঢ়তা দেখিয়ে এখন লিডের পথে স্বাগতিকরা। যদিও দুটো হাফসেঞ্চুরির দেখা পেলেও শতক পাননি কোন টাইগার ব্যাটসম্যান।
ঢাকা টেস্টে দ্বিতীয় দিন শেষে রোববার বাংলাদেশের ১ম ইনিংসে রান ৩ উইকেট হারিয়ে ৭১ ওভারে ২৪০ রান।
উইকেটে আছেন মুমিনুল হক ৭৯ রানে। সঙ্গে মুশফিকুর রহীম ৩২ রানে। জিম্বাবুয়ের চেয়ে এখনো ২৫ রানে পিছিয়ে টাইগাররা।
যদিও মিরপুরের শেরেবাংলায় রোববার ব্যাটিংয়ের শুরুটা ভাল ছিল না বাংলাদেশের। দলের রান ১৮ তখনই সাজঘরের পথ ধরেন সাইফ হাসান। এই ওপেনারের ব্যাট থেকে আসে ৮ রান। তবে এরপরই জুটি পেয়েছে দল। তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত গড়েন ৭৮ রানের জুটি। তামিম ফেরেন ৪১ রানে।
শতরানের পথে ছিলেন ইনফর্ম নাজমুল হোসেন শান্ত আক্ষেপ জাগিয়ে আউট ৭১ রানে। চার্ল্টন টিশুমা দ্বিতীয় স্পেলে আউট এই টাইগার ব্যাটসম্যান। বাড়তি বাউন্স কাল হলো বাঁহাতি ব্যাটসম্যানের জন্য। অফ স্টাম্পের বাইরের বল ঠিক মতো খেলতে পারেননি। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে রেজিস চাকাভার গ্লাভসে। টিশুমা পেয়ে যান তার প্রথম টেস্ট উইকেট।
১৩৯ বলে সাত চারে ৭১ রান তুলেন শান্ত। ভাঙে ৭৬ রানের জুটি। এরপর মুমিনুল-মুশফিক পথ দেখান দলকে। তাদের ব্যাটেই এখন বড় পুঁজির স্বপ্ন দেখছে বাংলাদেশ।
এর আগে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের দাপটে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন সকালে রোববার ২৬৫ রানে অলআউট ক্রেইগ আরভিনের দল।
পেসার আবু জায়েদ রাহী দ্বিতীয় দিনের সকালে ঝড় তুলেন। জিম্বাবুয়ের চার উইকেটের মধ্যে ২টিই রাহীর। অন্য দুটি স্পিনার তাইজুল ইসলামের। ৭১ রানে ৪ উইকেট শিকার করা আবু জায়েদের এটি টেস্টে ক্যারিয়ার সেরা নৈপুন্য
শনিবারের স্কোরের সঙ্গে আরো ৩৭ রান যোগ করে জিম্বাবুয়ের ইনিংস থামে ২৬৫ রানে। তবে আক্ষেপ থাকতে পারে আবু জায়েদ চৌধুরী কিংবা নাঈম হাসানের। ইনিংসে পাঁচ উইকেট হলো না!
বাঁহাতি স্পিনারকে ছক্কায় ওড়াতে চেয়েছিলেন চাকাভা। টাইমিং করতে পারেননি জিম্বাবুয়ের কিপার-ব্যাটসম্যান। অনেক ওপরে উঠে যাওয়া ক্যাচ নেন নাঈম। ইনিংসে এটি তার তিন নম্বর ক্যাচ। তিন চারে ৭৪ বলে ৩০ রান তুলেন চাকাভা।
দ্বিতীয় দিন সকালে ৮০ মিনিট স্থায়ী হয় জিম্বাবুয়ের ইনিংস। এরপর দারুণ জবাবে দ্বিতীয় দিনটা শেষ করল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১০৬.৩ ওভারে ২৬৫ (আগের দিন ২২৮/৬) (মাসভাউরে ৬৪, কাসুজা ২, আরভিন ১০৭, টেইলর ১০, রাজা ১৮, মারুমা ৭, চাকাভা ৩০, টিরিপানো ৮, এনডিলোভু ০, টিশুমা ০, নিয়াউচি ৬*; ইবাদত ১৭-৮-২৬-০, আবু জায়েদ ২৪-৬-৭১-৪, নাঈম ৩৮-৯-৭০-৪, তাইজুল ২৭.৩-১-৯০-২)।
বাংলাদেশ ১ম ইনিংস: ৭১ ওভারে ২৪০/৩ (তামিম ৪১, সাইফ ৮, শান্ত ৭১, মুমিনুল ৭৯*, মুশফিক ৩২*; টিরিপানো ১৫-৩-৪০-১, নিয়াউচি ১৩-২-৪১-১, রাজা ২২-১-৭৫-০, টিশুমা ১২-০-৪৬-১, এনডিলোভু ৯-১-৩৩-০)।
Discussion about this post