ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় বেশ কষ্ট পেয়েছিলেন তিনি। কারণ একটাই-থাকতে চেয়েছিলেন মাঠে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাঠে থাকারই সুযোগ করে দিয়েছে মুমিনুল হককে। সেই সুযোগটাও কাজে লাগালেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। প্রস্তুতি ম্যাচে তুলে নিলেন শতরান।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই দিনের অনুশীলন ম্যাচের দ্বিতীয় দিনে রায়ান কুক একাদশ ৫ উইকেটে তুলেছে ২৪৮ রান। মুমিনুলের ব্যাটে এসেছে শতক। এর আগে ২৩০ রানে অলআউট হয় ওটিস গিবসন একাদশ।
তিন নম্বরে নেমে নিজেকে উজাড় করে দিলেন মুমিনুল। দেখিয়ে দিলেন উইকেটে থাকতে কতোটা মরিয়া তিনি। ১১৭ করে স্বেচ্ছায় অবসর নেন মুমিনুল। অন্যপ্রান্তে মোহাম্মদ মিঠুন করেছেন ৬২। চতুর্থ উইকেট জুটিতে মুমিনুল-মিঠুন জমা করেন ১৫৭ রান।
এর আগে নতুন বলে ঝড় তুলেন ইবাদত হোসেন। শুরুতেই ফেরান দুই ওপেনার সাদমান ইসলাম ও ইয়াসির আলি চৌধুরীকে। এরপর অবশ্য মুমিনুল খেলেন দাপুটে ইনিয়স। ৯৭ বলে তুলে নেন ফিফটি। ১৭৪ বলে শতরান। ১১৭ রান তুলতে চার হাঁকিয়েছেন ১৪টি, ছক্কা ১টি। এরপরই অন্যদের ব্যাটিংয়ে সুযোগ করে দিতে ফিরে যান তিনি।
ম্যাচ শেষে মুমিনুল বলছিলেন, ‘খেলা শুরু হওয়ার আগে একটু টেনশনে ছিলাম। মানুষ হিসেবে টেনশন থাকাটাই স্বাভাবিক। কারণ গত ৬-৭ মাস ধরে আমরা খেলিনি। তাই প্রথমে একটু নার্ভাস ছিলাম। এই দুই দিন অনেক ভালো অনুশীলন হয়েছে আমাদের। বিশেষ করে আমি বলব পেসারদের কথা। দুই দিনের ম্যাচ খুবই উপভোগ করেছি আমি। খুব ভালো বোলিং করেছে পেসাররা।’
দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে রোববার অনুশীলনে বিরতি। সোমবার থেকে শুরু আরেকটি দুই দিনের অনুশীলন ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর-
ওটিস গিবসন একাদশ: ৬৩.৪ ওভারে ২৩০/১০
রায়ান কুক একাদশ: ৭৬ ওভারে ২৪৮/৫ (সাদমান ১৩, ইয়াসির ২, মুমিনুল ১১৭ (স্বেচ্ছাবসর), মুশফিক ৩, মিঠুন ৬২, সোহান ২৯, সাইফ উদ্দিন ১০*, তাইজুল ৬*; মুস্তাফিজ ১৪-৩-৩৮-০, ইবাদত ১৩-২-৩৪-২, হাসান ৯-১-২১-১, রুবেল ১০-১-৩৩-০, নাঈম ১৫.১-২-৭৬-১, মাহমুদউল্লাহ ৮-০-২১-১, সৌম্য ১-০-৭-০, মোসাদ্দেক ৫.৪.১.১৭-০)।
Discussion about this post