টেস্ট ক্রিকেট যেন তারই খেলা। সুযোগ পেলেই সাদা পোশাকে যোগত্যতার পরিধিটা দেখিয়ে দিচ্ছেন তিনি। পেরিয়ে গেছেন আরো কিছু মাইলফলক। টেস্ট ক্রিকেটে ২ হাজার রান পূর্ণ করেছেন মুমিনুল হক। ১ হাজার ৮৪০ রান নিয়ে চট্টগ্রাম টেস্ট শুরু করেন তিনি। এরপর সেঞ্চুরি করেছেন চা-বিরতির আগে। তারপরই উঠে গেছেন অনন্য এক উচ্চতায়। ষষ্ঠ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুমিনুল পেরিয়েছেন টেস্টে ২ হাজার রানের মাইলফলক। সবচেয়ে কম ইনিংস খেলে এই কৃতিত্ব দেখিয়েছেন তিনি।
শীর্ষে উঠতে ২৬ বছর বয়সী মুমিনুল পিছনে ফেললেন তামিম ইকবালকে। মুমিনুলের থেকে ৬ ইনিংস বেশি খেলে ২ হাজার রান করেন তামিম। দুই হাজার রান ক্লাবের তালিকায় তারপরই আছেন সাকিব আল হাসান (৫৭ ইনিংস), হাবিবুল বাশার (৫৮ ইনিংস), মুশফিকুর রহীম (৬৭ ইনিংস) ও মোহাম্মদ আশরাফুল (৯১ ইনিংস)।
বুধবার টেস্টের প্রথম দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭৫ রানে অপরাজিত ছিলেন মুমিনুল। আর দল তুলে ৪ উইকেট হারিয়ে ৩৭৪ রান। ম্যাচে বাংলাদেশের টেস্ট ইতিহাসে তৃতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ রানের মালিক বনে গেছেন মুশফিক ও মুমিনুল। মুশফিকের (৯২) সঙ্গে গড়েন ২৩৬ রানের জুটি। তৃতীয় উইকেট জুটিতে আগের সর্বোচ্চ রানের রেকর্ডে আছেন মুমিনুল। ২০১৩ সালের অক্টোবরে মিরপুর শেরেবাংলায় নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫৭ রানের জুটিতে তার সঙ্গে ছিলেন তামিম।
Discussion about this post