ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দল যখন চাপের মুখে তখন ঠিক অধিনায়কের মতোই খেলছেন মুমিনুল হক। বড় লিড নিয়েও দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমেই দুই উইকেট হারিয়েছিল দল। এরপরই প্রতিরোধ গড়েন মুমিনুল হক। শেষ অব্দি তার ব্যাটেই স্বস্তি। চট্টগ্রাম টেস্টে প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জের মুখেই ফেলছে বাংলাদেশ। দল শনিবার চতুর্থ দিনে লাঞ্চ বিরতির সময় তুলেছে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান। লিড ৩২০ রানের।
মুমিনুল ৮৩ ও লিটন দাস ৩৮ রানে ব্যাট করছেন। তারা এরইমধ্যে গড়েছেন ৭৬ রানের জুটি। দলকে নিরাপদে নিয়ে গেলেন।
দলের লিড বাড়ানোর সঙ্গে ব্যক্তিগত মাইলফলক টপকালেন মুমিনুল হক। বাংলাদেশ অধিনায়ক করেন ফিফটি। ৩১ রান দিয়ে দিন শুরু করে মুমিনুল শনিবার সকালে তিনি তুলে নেন ফিফটি। ৮৪ বলে অর্ধশতক।
14th Test fifty for Mominul Haque!
Bangladesh’s lead is nearing the 250-run mark, having lost Mushfiqur Rahim for 18.#BANvWI ➡️ https://t.co/OYKP4vYfsj pic.twitter.com/VD4OTwtTFu
— ICC (@ICC) February 6, 2021
তার আগে দল হারায় মুশফিকুর রহিমকে। তাকে ফিরিয়ে দেন রাকিম কর্নওয়াল। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি। ১৮ রানে ফেরেন তিনি। তবে খেলে যাচ্ছেন মুমিনুল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১০ টেস্টে ৮ বারই পঞ্চাশ তুলেছেন তিনি। আগের ৭ বারের ৬টিকেই রূপ দেন সেঞ্চুরিতে। এবার ১৭ রান দূরে। পারবেন তো মুমিনুল?
সংক্ষিপ্ত স্কোর
প্রথম ইনিংস- বাংলাদেশ: ৪৩০/১০
ওয়েস্ট ইন্ডিজ: ২৫৯/১০
দ্বিতীয় ইনিংস- বাংলাদেশ: ৪৯ ওভারে ১৪৯/৪ (লিটন দাস ৩৮*, মুমিনুল ৮৩*)।
#৪র্থ দিন লাঞ্চ বিরতি পর্যন্ত
Discussion about this post