ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কোয়ারেন্টাইন নিয়ে কিছুতেই সমঝোতা হচ্ছে না বাংলাদেশ ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের। ঠিক এই কারণেই গত বছর লঙ্কান দ্বীপে যায়নি বাংলাদেশ দল। এবার যখন সব চূড়ান্ত তখন ফের আলোচনায় পুরনো ইস্যু। এবার সফরের চুক্তিতে ৩ দিনের কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতির কারণে কোয়ারেন্টাইনের নিয়মে পরিবর্তন করেছে শ্রীলঙ্কার স্বাস্থ্য অধিদপ্তর। প্রশ্ন হচ্ছে নতুন নিয়মে বাংলাদেশ কি খেলতে যাবে?
এবার শ্রীলঙ্কান বোর্ড থেকে আমন্ত্রণ এসেছে। এ মাসেই সফর। কিন্তু হঠাৎ করেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে উপমহাদেশে। পরিবর্তিত পরিস্থিতিতে সফর নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। গত ১৯ মার্চ শ্রীলঙ্কার স্বাস্থ্য অধিদপ্তর বিদেশিদের নতুন কোয়ারেন্টাইন গাইডলাইন দিয়েছে। নতুন নিয়মে বিদেশিদের প্রথম দিনের পিসিআর টেস্টের ফল নেগেটিভ হলে ভ্রমণকারীরা সাত দিন পূর্ণ হওয়া পর্যন্ত একই হোটেলে থাকবেন। প্রথম দিনের পিসিআর রিপোর্ট পাওয়ার দিন থেকে দেশটিতে পা রাখার সাতদিন পর্যন্ত অনুমোদিত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ভ্রমণ করতে পারবেন তারা।
এরমধ্যে কোভিডের লক্ষণ জ্বর অথবা শ্বাসতন্ত্রের সমস্যা দেখা যায়- তাহলে স্বাস্থ্য অধিদপ্তরকে দ্রুত জানাতে হবে। সাতদিন পর আরেকটি পিসিআর টেস্ট করাতে হবে তাদের, যা হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত বেসরকারি পরীক্ষাগারে। যদি ফল নেগেটিভ আসে তবেই হোটেল ছাড়তে পারবেন। তবে ট্র্যাভেল এজেন্টের সঙ্গে তাদের ভ্রমণের সব বন্দোবস্ত করতে পারবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিয়েই বের হতে হবে।
পুরো বিষয়টা নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন জানালেন এসএলসি চুক্তি অনুযায়ী তিন দিনের কোয়ারেন্টাইনের কথা আছে। বলেন, ‘আমরা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছি। সেখানকার কোয়ারেন্টাইন নিয়মগুলো নিয়েও আলোচনা হয়েছে। যে কোনও দ্বিপাক্ষিক সিরিজের সময় সফরের বিভিন্ন বিষয় নিয়ে চুক্তি হয়। সেই এমওইউ-তে রয়েছে ৩ দিনের কোয়ারেন্টাইন। সেই চুক্তি অনুযায়ী আমরা সেখানে ৩ দিনের কোয়ারেন্টাইন করবো। পরবর্তীতে অনুশীলনের সব সুযোগ সুবিধা পাবো। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও আমাদের ৩ দিনের কোয়ারেন্টাইনের কথা বলেছে। সফরের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এ মুহূর্তে আমাদের এখানেও লকডাউন আছে। সরকারের কোনও নির্দেশনা আছে কিনা সেটাও আমরা দেখছি। দুই-একদিনের মধ্যে আমাদের এখানে ও শ্রীলঙ্কা থেকেও সবকিছুর চূড়ান্ত পরিকল্পনা জানা যাবে।’
লঙ্কা সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলার কথা ছিল গত বছর এপ্রিলে। করোনার কারণে সফর স্থগিত হয়। এরপর দুই বোর্ড পুনরায় আলোচনা করে অক্টোবরে ম্যাচ আয়োজনের প্রস্তুতি নেয়। লঙ্কান বোর্ড ১৪ দিনের কোয়ারেন্টাইন শর্ত দিলে সফরে যেতে আপত্তি তুলে বিসিবি। সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ১৪ দিন কোয়ারেন্টাইনে থেকে সফর করা সম্ভব না।
১০ মাস পর গত ২১ জানুয়ারি থেকে সীমান্ত খুলে দিয়েছে শ্রীলঙ্কা। সেখানে করোনার পরিস্থিতি সেখানে অনেকটাই নিয়ন্ত্রণে। এ অবস্থায় মুমিনুল হকের নেতৃত্বে আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কায় যাওয়ার যাবে বাংলাদেশ। সফরে দুটি টেস্ট ম্যাচ পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্ট শুরু ২১ এপ্রিল। দ্বিতীয় টেস্ট শুরু ২৯ এপ্রিল।
Discussion about this post