ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চট্টগ্রামে অনেকটা অনায়াসেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষকে স্পিন ফাঁদে ফেলে দিশেহারা করে দিয়েছে সাকিব আল হাসানের দল। ৬৪ রানের সেই জয়ের পর এবার মিশন ঢাকা টেস্ট। এখানে জিতলেই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশের তৃপ্তি পাবে বাংলাদেশ। ড্র করলেও সিরিজটা টাইগারাই জিতবে। এখানেও চার স্পিনার নিয়ে সফরকারীদের আটকাতে চায় বাংলাদেশ।
মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।
এর আগে দেশের মাঠেইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল টাইগাররা। এবার লক্ষ্যটাও তেমন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘যদি ২-০ তে জিততে পারি তাহলে বাংলাদেশের জন্য স্পেশাল হবে। আমরা চাই ২-০ তে জিততে। এ জন্য যা কিছু করা দরকার, যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার আমরা সেভাবেই নিচ্ছি। যদি সেটা কোনোভাবে না হয় তাহলে আমাদের অবশ্যই লক্ষ্য থাকবে যেন ১-০ তে সিরিজ জিতি, কারণ মূল লক্ষ্য সিরিজ জেতা। কিন্তু আমরা রক্ষণাত্মক হয়ে সিরিজটা জিততে চাই না। আমরা চাই আগ্রাসন দেখিয়ে ২-০ তে সিরিজ জিততে।’
অবশ্য সিরিজ জিততে বাড়তি কোনো চাপ নেই টাইগারদের। সাকিব বলেন, ‘আমার তো মনে হয় না অতিরিক্ত কোনো চাপ আছে! গত দুই দিন ড্রেসিংরুমে বসে যা দেখেছি, সবাই খুব ফুরফুরে আছে। খুবই ভালো আবহে আছে। একটা ম্যাচ শুরু হওয়ার আগে দলের যতটুক আত্মবিশ্বাস থাকা দরকার ঠিক ততটুকই আমাদের আছে। আমি মনে করি ড্রেসিংরুমের পরিবেশ খুবই ভালো অবস্থায় আছে। এটা যেন আমরা সামনের কয়েকদিন ধরে রাখতে পারি, যেই কয়দিন টেস্ট যায়।’
চট্টগ্রাম টেস্টে ঘুড়ে দাঁড়াতে চাইছে ওয়েস্ট ইন্ডিজ। লড়াইয়ের জন্য প্রস্তুত সাকিবও। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘হোয়াইটওয়াশের সুযোগটা কাজে লাগাতে আসলে অনেক পরিশ্রম করতে হবে। আমি যেটা আগেও বলেছি যে স্বাভাবিকভাবে ওয়েস্ট ইন্ডিজ আরও বেশি ভাল করতে মরিয়া থাকবে। ওরা চেষ্টা করবে ওদের সর্বোচ্চটা দিয়ে জিততে। আমাদেরকে জিততে হলে ওদের চেয়ে আরও ভাল পারফর করতে হবে। চিটাগংয়ের চেয়েও বেশি ভাল পারফর্ম করতে হবে। এজন্য আমাদের নিজের উপর নিজেদেরই একটা চ্যালেঞ্জ আছে। আমি বিশ্বাস করি ঐ চ্যালেঞ্জটা আমরা ওভারকাম করতে পারব।’
ইতিহাস জানাচ্ছে বাংলাদেশ এখন অব্দি টেস্ট সিরিজ জিতেছে ৩টি। প্রতিবারই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে জিতেছে টাইগাররা। আবারো সেই মিশনে দল।
Discussion about this post