তিনি সময়ের সেরা ক্রিকেটারদের একজন। সন্দেহ নেই এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চমক হিসেবেই ছিল তার নাম।
প্লেয়ার্স ড্রাফটের আগেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স চুক্তি করে ইংল্যান্ডের এই ক্রিকেটারের সঙ্গে। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে এসে তাকে পেলো দল।
ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ খেলে বুধবার ঢাকায় আসেন মঈন। বিপিএলে দ্বিতীয় মিশন এটি। প্রথমবার ২০১৩ বিপিএলে খেলেন তিনি। তখন তার দল ছিল দুরন্ত রাজশাহী। এবার এসেছেন কুমিল্লায়!
অবশ্য এর আগেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট খেলেছেন মঈন। ২০১০-১১ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। সাকিব আল হাসানের হাত ধরেই আসেন দেশে। ২০১০ সালে কাউন্টি চ্যাম্পিয়শিপে মঈনের সঙ্গে উস্টারশায়ারে খেলেন সাকিব। তারপর বন্ধুত্বা। সেই পথ ধরেই ঢাকায় আসা।
২০১৩ বিপিএলে দুরন্ত রাজশাহীর হয়ে ৫ ম্যাচ খেলে ওভারপ্রতি প্রায় ৯ রান করে দিয়ে ৩টি উইকেট নেন। ৪ ইনিংসে তুলেন ৪৬ রান। আগেরটা ভাল ছিল না, এবার কেমন করেন সেটাই দেখার ব্যাপার!
Discussion about this post