ঢাকায় নিজেদের পয়মন্ত ভেন্যুতে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হয়নি। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হেরেছে তামিম ইকবালের দল। প্রিয় ফরম্যাট ওয়ানডেতেও হতাশ করা ক্রিকেটই খেলেছে স্বাগতিকরা। এবার টাইগারদের মিশন চট্টগ্রামে। যেখানে দল খেলবে একটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি ম্যাচ।
ইংল্যান্ডের বিপক্ষে সেই লড়াইয়ের আগে শনিবার ঢাকা ছেড়েছে দল। চট্টগ্রামে তামিমরা মাঠে নামবেন হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে। দুপুরেই চট্টগ্রাম পৌঁছেছেন দুই দলের ক্রিকেটার, কোচিং স্টাফ আর ম্যাচ অফিসিয়ালরা।
৬ মার্চ চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে এরপর সেখানেই প্রথম টি-টুয়েন্টি ৯ মার্চ। এ কারণে ওয়ানডের পাশাপাশি টি-টুয়েন্টি দলও চট্টগ্রামে পা রেখেছে। জাতীয় দলের ওপেনার লিটন দাস চট্টগ্রাম গিয়েছেন স্ত্রী সঞ্চিতাকে নিয়ে। স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে রয়েছেন দুই লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও রিশাদ হোসেন।
শনিবার চট্টগ্রামে নেমে হোটেলে বিশ্রাম করেছে দুই দল। রোববার প্রস্তুত হতে মাঠে নামবে তারা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুশীলন চলবে বাংলাদেশের। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুশীলন করবে ইংলিশরা।
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি
ওয়ানডে সিরিজ
তারিখ ম্যাচ ভেন্যু সময়
৬ মার্চ তৃতীয় ওয়ানডে চট্টগ্রাম দুপুর ১২ টা
টি-টুয়েন্টি সিরিজ
তারিখ ম্যাচ ভেন্যু সময়
৯ মার্চ ১ম টি-টুয়েন্টি চট্টগ্রাম বেলা ৩ টা
১২ মার্চ দ্বিতীয় টি-টুয়েন্টি মিরপুর বেলা ৩ টা
১৪ মার্চ তৃতীয় টি-টুয়েন্টি মিরপুর বেলা ৩ টা
Discussion about this post