অধিনায়কের হাত ধরেই দল পা রাখল প্লে-অফে। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ব্যাটে-বলে দারুণ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে খুলনা টাইগার্সকে প্লে-অফের টিকিট এনে দিলেন মেহেদী হাসান মিরাজ। ঢাকার বিপক্ষে ৪ উইকেটের জয়ে নিজেদের সেরা চারে টিকিয়ে রাখল খুলনা।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না খুলনার সামনে। ম্যাচের আগেই দলটির অধিনায়ক মিরাজ একে ‘নকআউট’ ম্যাচ ঘোষণা করেছিলেন, এবং তার দল প্রত্যাশা মেনেই খেলেছে।
টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় ঢাকা। ওপেনার তানজিদ হাসান ঝড়ো ইনিংস খেলে মাত্র ১৮ বলে ৪৫ রান করেন। পাওয়ার প্লেতে দলীয় স্কোর ৫০ পার করলেও, এরপরই রানের গতি কমে যায়। ঢাকার মিডল অর্ডার ব্যাটাররা একের পর এক ব্যর্থ হন। শেষদিকে সাব্বির রহমান কিছুটা লড়াই করলেও, মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে ১২৩ রানের বেশি করতে পারেনি দলটি।
খুলনার হয়ে হাসান মাহমুদ মাত্র ৫ রান খরচায় ২ উইকেট নেন, যা বিপিএলের ইতিহাসে ৪ ওভারে যৌথভাবে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড।
ছোট লক্ষ্য তাড়ায় শুরুতে চাপে পড়ে খুলনা টাইগার্স। প্রথম দুই ওভারের মধ্যে ওপেনার নাঈম শেখ ও আফিফ হোসেনের উইকেট হারিয়ে ধাক্কা খায় দলটি। তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যাট হাতে দেখান অসাধারণ দৃঢ়তা।
মাত্র ৩৩ বলে ফিফটি পূর্ণ করা মিরাজ ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দেন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৪টি ছক্কা। এছাড়া উইলিয়াম বসিস্টো ১৮ রানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ঢাকার হয়ে মুস্তাফিজুর রহমান ১৬ রানে ৩ উইকেট নিয়ে কিছুটা চেষ্টার ছাপ রাখলেও দলের বোলাররা মিরাজের সামনে সুবিধা করতে পারেননি।
এ জয়ের ফলে ১২ ম্যাচে ৬ জয়ে খুলনা টাইগার্স প্লে-অফ নিশ্চিত করেছে, আর একই সংখ্যক জয় পেয়েও নেট রানরেটে পিছিয়ে থাকার কারণে বিদায় নিতে হয়েছে দুর্বার রাজশাহীকে।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা ক্যাপিটালস: ২০ ওভারে ১২৩/৯ (তানজিদ ৫৮, লিটন ১০, হাবিবুর ৩, শাফি ৭, সাব্বির ২০, পেরেরা ০, রিয়াজ ৫, রহমতউল্লাহ ০, মেহেদি ১৩, আবু জায়েদ ১*, মুস্তাফিজ ১*; নাসুম ২-০-২০-১, হাসান ৪-১-৫-২, মিরাজ ৪-০-৩০-১, মুশফিক ২-০-৩১-১, বসিস্টো ৪-০-১০-২, জিয়াউর ২-০-১০-১, নাওয়াজ ২-০-১৫-১)
খুলনা টাইগার্স: ১৬.৫ ওভারে ১২৮/৪ (মিরাজ ৭৪*, নাঈম ০, আফিফ ০, রস ২২, বসিস্টো ১৮, নাওয়াজ ৬*; মুস্তাফিজ ৪-০-১৬-৩, আবু জায়েদ ২.৫-০-১৮-০, রহমতউল্লাহ ৪-০-২৪-১, মেহেদি ২-০-২১-০, শাফি ৪-০-৪৭-০)
ফল: খুলনা টাইগার্স ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মেহেদী হাসান মিরাজ
Discussion about this post