চলতি মে মাসটি বাংলাদেশের ক্রিকেটের জন্য চ্যালেঞ্জিং। সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে মিলিয়ে সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে টাইগাররা। দুটি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দল নির্বাচন নিয়ে উঠেছে নানা আলোচনা, বিশেষ করে অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে না রাখার নিয়ে কথা হচ্ছে।
আজ রোববার মিরপুরে অনুশীলনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। মিরাজকে না রাখার বিষয়ে তিনি বলেন, ‘মিরাজ বিশ্বমানের একজন অলরাউন্ডার। ও থাকলে অবশ্যই আমাদের জন্য ভালো হতো। তবে কিছু কৌশলগত কারণে, সেরা খেলোয়াড়কেও বাদ দিতে হয় অনেক সময়।’
লিটন দাস প্রসঙ্গেও কোচ খোলাখুলি কথা বলেন। তার মতে, লিটনের মতো শান্ত স্বভাবের খেলোয়াড়দের মূল্যায়ন অনেক সময় সঠিকভাবে হয় না। সালাউদ্দিন বলেন, ‘বাইরে থেকে যারা লিটনকে পর্যবেক্ষণ করেন, তারা তার আসল অবদান বুঝতে পারেন না। সাকিবের ক্ষেত্রেও আগে এমন ভুল ধারণা ছিল। কিন্তু যারা দলগতভাবে কাজ করে, তারা জানে এরা কতটা নিবেদিত।’
বাংলাদেশ দলের নেতৃত্ব বিষয়েও নিজের মতামত জানান কোচ, ‘অনেকেই মনে করেন, বাংলাদেশ দলের অধিনায়কত্ব সহজ কাজ। কিন্তু আসলে এটা অত্যন্ত কঠিন দায়িত্ব। এই দায়িত্ব নিতে হলে মানসিকভাবে খুব শক্ত হতে হয়।’
১৭ ও ১৯ মে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। যদিও পাকিস্তান সফরের পাঁচ ম্যাচের সিরিজ এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
Discussion about this post