চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ডানের হাতের বড়ো আঙ্গুলে চোট পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এ কারণে চতুর্থ ইনিংসে বোলিং করতে দেখা যায়নি তাকে। কিন্তু অবশেষে জানা গেল তার সেই চোট মারাত্মক কিছু নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিকিৎসক দেবাশীস বিশ্বাস শুক্রবার তেমনটাই বলেছেন।
তিনি জানান, ‘মিরাজের আঙুলে কোনো চিড় ধরা পড়েনি। তিন দিনের বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। আশা করি এর মধ্যেই ব্যথা সেরে যাবে। সূক্ষ চিড় থাকলেও সেটি এক্স-রেতে ধরা পড়ে না। তিনদিন পর ব্যথা থেকে গেলে সিটি স্ক্যান করাতে হবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে বল হাতে সফল ছিলেন মিরাজ। দুই ম্যাচ টেস্ট সিরিজে এই অফস্পিনার নিয়েছেন ৮ উইকেট। বোলারদের মধ্যে উইকেট শিকারের দিক থেকে তিনি রয়েছেন তিনে। নাথান লায়ান ২২ উইকেট নিয়ে সবার উপরে। আর ১২ উইকেট নিয়ে সাকিব আল হাসান আছেন দুই নম্বরে।
Discussion about this post