মিরপুরের শেরেবাংলা ব্যাট হাতে রান তোলা এতো কষ্ট? পারটেক্সের ব্যাটসম্যানদের দেখলে তো তেমনটাই মনে হতে পারে। ২০ ওভারের ম্যাচ বৃষ্টিতে কমে ১৫ ওভার। সেখানে কীনা প্রথম ৭ ওভারে মাত্র তুলল ২৮ রান। তারপর টেনেটুনে ৭৭। ছোট্ট রানের জবাবে ওল্ড ডিওএইচএস জিতল ১০ উইকেটে।
শনিবার সকালে প্রবল বৃষ্টি শেষে খেলা শুরু হতে উইকেটে শট খেলা সহজ ছিল না। কিন্তু বলে বলে রান তোলা যাবে না, তেমন বল তো হযনি। কিন্তু টস হেরে ব্যাটিংয়ে নামা পারটেক্স ১৫ ওভারে ৭৭ তোলাকে অবিশ্বাস্য লাগল। ইনিংসে বাউন্ডারি থেকে ৩০ রান আসে ৭ বলে। বাকি ৮৩ বলে রান অতিরিক্তিসহ মাত্র ৪৭ বিস্ময়কর তো বটেই।
তারপর সেই উইকেটেই ওল্ড ডিওএইএসের দুই ওপেনার রাকিন আহমেদ ও আনিসুল ইসলাম ইমন রান তুললেন অনায়াসে। এই ম্যাচের আগে দুই ম্যাচে জয়হীন থেকে পয়েন্ট তালিকার তলানিতে থাকা ডিওএইচএস পেলো প্রথম জয়।
জবাবে নেমে ২ চার ও ১ ছক্কায় ৩৩ বলে ৩৩ রানে অপরাজিত আনিসুল। ৬ চারে ৩৬ বলে ৪৩ রানে অপরাজিত রাকিন। তবে ৩ ওভারে মাত্র ৮ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা রাকিবুল হাসান।
সংক্ষিপ্ত স্কোর-
পারটেক্স : ১৫ ওভারে ৭৭/৪ (আলভি ১৭, হাসানুজ্জামান ০, তাসামুল ১৮, ইসহারুল ৫, নাজমুল মিলন ১৮*, ধীমান ১৭*; রশিদ ৩-০-২৪-০, রকিবুল ৩-০-৮-২, পায়েল ৩-০-১৬-০, শান্ত ৩-০-১৬-১, আলিস ৩-০-১৩-০)।
ওল্ড ডিওইএচএস : ১১.৩ ওভারে ৭৮/০ (আনিসুল ৩৩*, রাকিন ৪৩*; জয়নুল ২-০-১৩-০, শাহাদাত ২-০-১৬-০, শাহবাজ ২-০-১৫-০, জুবায়ের ৩-০-১৫-০, নিহাদ ১.৩-০-১১-০, তাসামুল ১-০-৭-০)।
ফল : ওল্ড ডিওএইচএস ১০ উইকেটে জয়ী।
ম্যাচ : রকিবুল হাসান।
Discussion about this post