বাংলাদেশ সফরে রীতিমতো চমক দেখিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই তুলে নেন হ্যাটট্রিক। বাংলাদেশ দলের বিপক্ষে সিরিজে টি-টুয়েন্টিতে অভিষেক হয় নাথান এলিসের। আর অভিষেকেই গড়েন ইতিহাস। টি-টুয়েন্টির প্রথম বোলার হিসেবে অভিষেকে হ্যাটট্রিক করেন তিনি। এই সাফল্যের পথ ধরে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ডাক পেলেন তিনি।
অস্ট্রেলিয়ান নতুন তারকা নাথান এলিসকে দলে টেনেছে পাঞ্জাব কিংস। অস্ট্রেলিয়ার গণমাধ্যম জানিয়েছে, এলিসকে দলে নিতে চেয়েছে আইপিএলের তিন ফ্র্যাঞ্চাইজি। এরপর গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে এলিসকে স্বাগত জানায় পাঞ্জাব কিংস।
ডানহাতি পেসার এলিস ৬ আগস্ট মিরপুরে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেন। বাংলাদেশের বিপক্ষে ওই সিরিজের দুই ম্যাচ খেলে পাঁচ উইকেট নিয়ে অজিদের বিশ্বকাপ দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন। এবার আইপিএলেও ডাক এসে গেল তার।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত মে মাসে আইপিএল স্থগিত হয়। সেই স্থগিত হওয়া টুর্নামেন্ট ফের মাঠে গড়াচ্ছে আগামী ১৯ এপ্রিল। এবার ভারতে নয়, আইপিএলের বাকি অংশ বসবে সংযুক্ত আরব আমিরাতে। যেখানে খেলার কথা বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের।
Discussion about this post