ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগের দিনই তাকে নিয়ে ছড়িয়ে পড়েছিল শঙ্কা। গায়ে জ্বর নিয়ে মাঠে এসেছিলেন সাকিব আল হাসান। এমন কী গণমাধ্যেমের মুখোমুখি হননি তিনি। এরপরই গুঞ্জণ ছড়িয়ে পড়ে-অধিনায়ক দ্বিতীয় ওয়ানডে ম্যাচ থাকবেন তো? শেষ পর্যন্ত থাকলেন সাকিব। টস করতে নামেন। যদিও ক্যারিবিয়ান অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট টস জিতে ব্যাটিংয়ে পাঠায় টাইগারদের।
অবশ্য শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলে ২১১ রান। ওপেনার লিটন দাস ব্যাট হাতে ঝড় তুলেন। করেন ৩৪ বলে ৬০ রান। তামিম ইকবাল ফিরেন ১৫ রানে।
লিটন দাস, সাকিব ও মাহমুদউল্লাহ এই তিন ব্যাটসম্যানের দাপটেই বৃহস্পতিবার দল গড়ে বড় সংগ্রহ। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ তুলে ৪ উইকেটে ২১১ রান। এটি টি-টুয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। দেশের মাঠে সর্বোচ্চ রানের ইনিংস।
ম্যাচ লিটন দাস তুলেন ৩৪ বলে ৬০ রান। সাকিব ২৬ বলে করেন ৪২ রান। ঝড় উঠে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটেও। তিনি করেছেন ২১ বলে ৪৩ রান।
পরিসংখ্যান জানাচ্ছে এবাই প্রথম আগে ব্যাট করে দুইশ করেছে বাংলাদেশ। সব মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড ২১৫ রান। ২০১৮ সালেই শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে স্বাগতিকদের বিপক্ষে ২১৪ রান টপকে জিতে লাল-সবুজের প্রতিনিধিরা। শেরেবাংলায় এটিই সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। আগের সর্বোচ্চ ২০১৩ সালে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ২০৪।
বৃহস্পতিবার সাকিব-মাহমুদউল্লাহ অবিচ্ছিন্ন থেকে করেন ৪২ বলে ৯১ রান। যাপঞ্চম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। ৮৪ রানে তুলে আগের রেকর্ড গড়েছিলেন মাহমুদউল্লাহ ও মুশফিক।
শেরেবাংলায় বৃহস্পতিবার টস জিতে ক্যারিবিয়ান অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট টস জিতে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান টাইগারদের।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ২১১/৪ (তামিম ১৫, লিটন ৬০, সৌম্য ৩২, সাকিব ৪২*, মুশফিক ১, মাহমুদউল্লাহ ৪৩*; কটরেল ২/৩৮, টমাস ১/৪৩, ব্র্যাথওয়েট ০/৪৩, অ্যালেন ১/২৯)।
Discussion about this post