শেষ পর্যন্ত ২৪ ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগ। আর প্রথম দিনই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন লিজেন্ডস অব রূপগঞ্জ। তাদের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
কিন্তু ফের প্রশ্নবিদ্ধ হল লিগ কমিটির সিদ্ধান্ত। গতবারের চ্যাম্পিয়ন রূপগঞ্জের কোন ম্যাচই নেই মুল ভেনু মিরপুরে। অথচ প্রাইম দোলেশ্বরের তিনটি ম্যাচই শেরে বাংলায়। এবারের লিগের শুরু থেকেই রূপগঞ্জ এমন বিতর্কিত সিদ্ধান্তের শিকার হচ্ছে। বাজে আম্পায়ারিং নিয়ে তারা ক্রিকেট বোর্ডের কাছে আপত্তি জানিয়েছিল। একইসঙ্গে এনিয়ে মিডিয়ায় লেখালেখি হলেও দারুণ নির্বিকার বোর্ড কর্তারা!
এদিকে একইদিন মাঠে নামবে দুই চিরপ্রতিদ্ধন্ধী আবাহনী এবং মোহামেডান।
লিগ পয়েন্ট তালিকার শীর্ষে আছে আবাহনী (১১ ম্যাচে ১৮ পয়েন্ট)। সমান পয়েন্ট প্রাইম ব্যাংকের। ১৪ পয়েন্ট নিয়ে এরপরই কলাবাগান ক্রিকেট একাডেমি, প্রাইম দোলেশ্বর, লিজেন্ডস অব রূপগঞ্জ এবং মোহামেডান।
সুপার লিগের আংশিক সূচি
২৪ ডিসেম্বর
আবাহনী-মোহামেডান ফতুল্লা
প্রাইম ব্যাংক-রূপগঞ্জ বিকেএসপি
কলাবাগান সিএ-দোলেশ্বর মিরপুর
২৭ ডিসেম্বর
আবাহনী-রূপগঞ্জ ফতুল্লা
প্রাইম ব্যাংক-দোলেশ্বর মিরপুর
মোহামেডান-কলাবাগান সিএ বিকেএসপি
৩০ ডিসেম্বর
আবাহনী-দোলেশ্বর মিরপুর
প্রাইম ব্যাংক-কলাবাগান সিএ ফতুল্লা
রূপগঞ্জ-মোহামেডান বিকেএসপি
প্রতিটি ম্যাচ শুরু সকাল ৯টায়
Discussion about this post