সামনেই ফের শ্রীলঙ্কার সঙ্গে লড়াই। এবার দেশের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। এই লড়াইয়ের জন্য এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে প্রাথমিক দল। অবশ্য জাতীয় দল এখন টেস্ট নিয়ে ব্যস্ত ক্যান্ডিতে। তবে ২৩ সদস্যের দলের যে সদস্য দেশে আছেন, তাদের নিয়ে আজ রোববার থেকে শুরু হয়েছে অনুশীলন।
রোববার মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন শুরু করেন ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদরা। করোনাকালে প্রাণের মেলা বসে শেরেবাংলায়। দুপুরে অনুশীলনে যোগ দেন ৬ ক্রিকেটার। কোচ মিজানুর রহমান বাবুলের অধীনে ব্যাট-বলের অনুশীলন করেন তারা।
এই অনুশীলন ক্যাম্পে ছিলেন ইমরুল কায়েস। তিনি সবশেষ আন্তর্জাতিক ওয়ানডে খেলেন ২০১৮ সালের ১১ ডিসেম্বর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে। অবশ্য ২০১৯ সালে ভারতের বিপক্ষে কলকাতার দিবা-রাত্রির টেস্ট ছিলের তিনি। সেই টেস্টে ভালো না করায় দল থেকে বাদ পড়েন।
একইসঙ্গে চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ড সিরিজে ইনজুরিতে পড়েন এই অলরাউন্ডার।
২৩ সদস্যের দলে না থাকলেও মিরপুরের অনুশীলন ক্যাম্পে ছিলেন দুই পেসার আল-আমিন হোসেন ও মেহেদী হাসান রানা। প্রথম দিনের অনুশীলনে উপস্থিত ছিলেন ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়াও হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাঈম শেখ ও সৌম্য সরকার।
১২ মে বাংলাদেশে আসার কথা রয়েছে শ্রীলঙ্কার। এরপরই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যদিও এখনো এই সিরিজের ভেন্যু ও তারিখ নিশ্চিত করেনি বিসিবি।
২৩ সদস্যের প্রাথমিক দল-
তামিম ইকবাল খান, নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম।
Discussion about this post