চোখের পলকে যেন সময় কেটে গেল! মাত্র দশদিনের জন্য বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরমধ্যে প্রথম তিন দিন হোটেল বন্দি কোয়ারেন্টাইন। সেই পালা শেষে মাঠে ৭ দিনে দলটি বাংলাদেশের সঙ্গে খেলল পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচ। সোমবার সিরিজের শেষ ম্যাচে মিরপুরের শেরেবাংলায় দলটি মুখোমুখি বাংলাদেশের। এটি খেলে রাতেই দেশের পথে উড়াল দেবে অজিরা।
সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ খেলে সোমবার রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন ম্যাথু ওয়েডরা। সব ঠিক থাকলে দিবাগত রাত ১টায় ভাড়া করা বিশেষ বিমানে করে দেশের উদ্দেশে যাত্রা করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরইমধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে এসেছে সেই বিশেষ বিমান।
সব মিলিয়ে বিশ্রামের সুযোগ পাবে না অজিরা। রাত দশটার দিকে ম্যাচ ম্যাচ শেষ হয়। সেটি খেলে চটজলদি বেরিয়ে পড়বে তারা। এরপর বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষেই দল ধরবে দেশের পথ। মিরপুরের শেরেবাংলাদেশ জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সোজা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যাবেন ম্যাথু ওয়েডরা।
অস্ট্রেলিয়া বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। চতুর্থ ম্যাচে ৩ উইকেটে জিতে হোয়াইট ওয়াশ বাঁচিয়েছে সফরকারীরা। সামনেই ফের নতুন ব্যস্ততা বাংলাদেশ দলের। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার জন্য প্রস্তুত হবেন মাহমুদউল্লাহরা। ২৪ আগস্ট বাংলাদেশে আসার কথা নিউজিল্যান্ড ক্রিকেট দলের।
Discussion about this post